হোম > খেলা > ফুটবল

রোনালদো কি তাহলে স্বদেশি ক্লাবেই ফিরছেন 

ফ্রী এজেন্ট হওয়াতে ক্রিস্টিয়ানো রোনালদো কোথায় যাবেন তা নিয়ে এখনো রয়েছে ধোঁয়াশা। প্রতিদিনই কোনো না কোনো ক্লাবে তাঁর যাওয়ার গুঞ্জন শোনা যাচ্ছে। এবার শোনা যাচ্ছে, স্বদেশি ক্লাব স্পোর্টিং লিসবনে ফিরতে পারেন পর্তুগিজ এই তারকা ফুটবলার। 

রোনালদোর  স্পোর্টিং লিসবনে খেলার সম্ভাবনার কথা জানিয়েছে ‘দ্য সান।’ ব্রিটিশ এই পত্রিকাটি রোনালদোর বিলাসবহুল গাড়িগুলো লিসবন শহরের অদূরে দেখতে পেয়েছে। যা রোনালদোর জন্মস্থান ফুঞ্চালের কাছাকাছি। রোনালদোর মা দোলোরেস অ্যাভেইরো চান, পর্তুগিজ তারকা স্বদেশি ক্লাবে খেলে তাঁর ক্যারিয়ার শেষ করবেন।

রোনালদো মূলত আলোচনায় এসেছেন কদিন আগে ম্যানচেস্টার ইউনাইটেডের ব্যাপারে পিয়ার্স মরগানকে বিশাল সাক্ষাৎকার দিয়ে। ইউনাইটেডের ক্লাব কর্মকর্তা, সাবেক সতীর্থ, মালিকপক্ষ সবাইকে কাঠগড়ায় তুলেছিলেন রোনালদো। এরপরই নড়েচড়ে বসে ইউনাইটেড কর্তৃপক্ষ। ফলশ্রুতিতে রেড ডেভিলরা রোনালদোর সঙ্গে চুক্তি বাতিল করে।

রিয়েল মাদ্রিদ, ম্যানচেস্টার ইউনাইটেড, স্পোর্টিং সিপি, জুভেন্টাস-ক্যারিয়ারে এখন পর্যন্ত এই চারটি ক্লাবের হয়ে খেলেছেন রোনালদো। সবচেয়ে বেশি ম্যাচ খেলা এবং গোল করা-দুটোই হয়েছে রিয়াল মাদ্রিদের জার্সিতে। লস ব্লাঙ্কোসদের হয়ে ৪৩৮ ম্যাচে করেছেন ৪৫০ গোল। ইউনাইটেডের জার্সিতে ৩৪৬ ম্যাচে ১৪৫ গোল করেছেন। জুভেন্টাসের হয়ে ১৩৪ ম্যাচে করেছেন ১০১ গোল। সবচেয়ে কম গোল করেছেন স্পোর্টিং সিপির জার্সিতে। স্বদেশি ক্লাবের হয়ে ৩১ ম্যাচে ৫ গোল করেছেন পর্তুগিজ এই ফরোয়ার্ড।

লিগের মাঝপথে মোহামেডান ছাড়ার ঘোষণা মুজাফফরভের

মেসির সঙ্গে হচ্ছে না নেইমারের পুনর্মিলন, এখন কী হবে

হাঁটু্র চোটে এমবাপ্পে, অনিশ্চয়তায় রিয়াল মাদ্রিদ

আফ্রিকার শ্রেষ্ঠত্বের লড়াইয়ে শেষ ষোলোতে কে কাকে পেল

কেন তিন গোলরক্ষক নামিয়েছিল উগান্ডা

ফুটবলে নতুন আশা, ক্রিকেট করেছে হতাশ

হাকিমির ফেরার রাতে গ্রুপ চ্যাম্পিয়ন মরক্কো, ম্যাচ না জিতেও পরের রাউন্ডে মালি

২০২৬ বিশ্বকাপ দেখতে রেকর্ড ১৫ কোটি টিকিটের আবেদন

১০০০ গোল না করা পর্যন্ত অবসর নেবেন না রোনালদো

রোনালদোভক্ত তনিমার দৃষ্টিনন্দন জোড়া গোলে শুরু নারী লিগ