হোম > খেলা > ফুটবল

রিয়াদের পেনাল্টি নেওয়ার ব্যাখ্যা দিলেন গার্দিওলা

ম্যানচেস্টার সিটি যখন পেনাল্টি পায়, অধিকাংশ সময় স্পটকিক নেন আর্লিং হালান্ড। তবে গতকাল প্রিমিয়ার লিগে অ্যাস্টন ভিলার বিপক্ষে হালান্ডের পরিবর্তে স্পটকিক নেন রিয়াদ মাহরেজ। সিটির অধিনায়ক ইলকায় গুনদোয়ানের সিদ্ধান্তে মাহরেজ পেনাল্টি নিয়েছেন বলে জানালেন পেপ গার্দিওলা।

গতকাল ইতিহাদে অ্যাস্টন ভিলার বিপক্ষে প্রথমার্ধের অতিরিক্ত সময়ের ঘটনা। ডিবক্সের ভেতরে সিটির স্ট্রাইকার জ্যাক গ্রিয়ালিশকে ফাউল করেন জ্যাকব র্যামসি। তাতে পেনাল্টি দেওয়া হয় সিটিজেনদের। কে পেনাল্টি নেবেন, তা নিয়ে হালান্ড, মাহরেজ, রদ্রি, ইলকায় গুনদোয়ান-এই চার ফুটবলার আলাপ-আলোচনা করছিলেন। শেষ পর্যন্ত মাহরেজ পেনাল্টি নিয়ে গোল করলেন।

হালান্ডের পরিবর্তে মাহরেজকে দিয়ে শ্যুট করাতে গুনদোয়ান চেয়েছিলেন বলে জানালেন গার্দিওলা। সিটিজেনদের কোচ বলেন, ‘সাধারণত পেনাল্টি নেওয়ার ক্ষেত্রে আর্লিং প্রাধান্য পায়। রিয়াদ এখানে দ্বিতীয়। আর্লিং সেখানে ছিল। আমি সব দেখেছি। এটা স্পষ্ট যে সিদ্ধান্ত অধিনায়কের ছিল। সিদ্ধান্ত আমার মেনে নিতে হয়েছে। সে বলেছে, রিয়াদ দারুণ শ্যুট করে।’ 

অ্যাস্টন ভিলাকে ৩-১ গোলে হারিয়েছে ম্যানচেস্টার সিটি। ২২ ম্যাচে ৪৮ পয়েন্ট নিয়ে প্রিমিয়ার লিগে এখন দুই নম্বরে আছে সিটিজেনরা। এক ম্যাচ কম খেলে ৫১ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে আর্সেনাল।

হাকিমির ফেরার রাতে গ্রুপ চ্যাম্পিয়ন মরক্কো, ম্যাচ না জিতেও পরের রাউন্ডে মালি

২০২৬ বিশ্বকাপ দেখতে রেকর্ড ১৫ কোটি টিকিটের আবেদন

১০০০ গোল না করা পর্যন্ত অবসর নেবেন না রোনালদো

রোনালদোভক্ত তনিমার দৃষ্টিনন্দন জোড়া গোলে শুরু নারী লিগ

এশিয়ান কাপের প্রস্তুতিতে মেয়েদের ভরসা ঘরোয়া লিগ

নৌকাডুবিতে ভ্যালেন্সিয়া কোচ ও তাঁর তিন সন্তানের মৃত্যু

রোনালদো-জাদুতে আল নাসরের ইতিহাস

দিয়াবাতের পেনাল্টি মিস, কিংসকে হারাতে পারেনি আবাহনী

না ফেরার দেশে স্কটিশ কিংবদন্তি ফুটবলার

মেলবোর্নে সবুজ উইকেটে খেলতে নেমে বিপাকে চার পেসারের অস্ট্রেলিয়া