হোম > খেলা > ফুটবল

লিভারপুল সমর্থকদের ভালোবাসার মুহূর্ত কখনো ভুলবেন না রোনালদো

কদিন আগে সদ্যোজাত যমজ সন্তানের একজনকে হারিয়েছেন ক্রিস্টিয়ানো রোনালদো। সন্তান হারানোর যন্ত্রণায় বিধ্বস্ত রোনালদো পরদিন লিভারপুল ম্যাচে স্বাভাবিকভাবেই ছিলেন দলের বাইরে। তবে রোনালদোকে সেদিন ভিন্নভাবে অ্যানফিল্ডে স্মরণ করেছিলেন লিভারপুল সমর্থকেরা। যার পরিপ্রেক্ষিতে প্রতিপক্ষ সমর্থকদের ধন্যবাদ জানিয়ে পাল্টা বার্তা পাঠিয়েছেন রোনালদোও। 

সন্তান হারানো রোনালদোকে সান্ত্বনা দিতে সেদিন অ্যানফিল্ডে একীভূত হয়েছিলেন ম্যানচেস্টার ইউনাইটেড ও লিভারপুলের সমর্থকেরা। ম্যাচের ৭ মিনিটে খেলা চলার সময়ই গোটা অ্যানফিল্ড সব ভেদাভেদ ভুলে গেয়ে ওঠে লিভারপুলের ট্রেডমার্ক সংগীত ‘ইউ উইল নেভার ওয়াক অ্যালোন’। 

লিভারপুল সমর্থকদের এই আয়োজন প্রশংসিত হয়েছে সবার কাছে। এমনকি সামাজিক যোগাযোগমাধ্যমে রোনালদো নিজেও ধন্যবাদ জানিয়েছেন ‘অল রেড’ সমর্থকদের। রোনালদো লিখেন, ‘এক বিশ্ব, এক খেলা, একটাই বৈশ্বিক পরিবার। ধন্যবাদ অ্যানফিল্ড। আমি এবং আমার পরিবার সম্মান ও সহমর্মিতার এই মুহূর্তটা কখনোই ভুলব না।’ 

ম্যাচের ৭ম মিনিটে ঘটা হৃদয়স্পর্শী এই ঘটনাটি নিয়ে লিভারপুল বস ইয়ুর্গেন ক্লপ বলেছিলেন, ‘এটাই ম্যাচের মুহূর্ত। আমরা সবাই তার কষ্ট অনুভব করছি।’ 

এর আগে সন্তান হারানো খবর জানিয়ে রোনালদো লিখেছিলেন, ‘খুবই দুঃখের সঙ্গে জানাচ্ছি যে, আমাদের সদ্যোজাত পুত্র সন্তান মারা গেছে। যেকোনো বাবা-মায়ের জন্য এটা সবচেয়ে বড় কষ্টের। আমাদের সদ্যোজাত কন্যা সন্তানই আশা ও আনন্দ দিচ্ছে এই সময়টা পার করার।’

শ্রীলঙ্কার জালে ৫ গোল দিয়ে বাংলাদেশের দ্বিতীয় জয়

ক্রিকেটে টান নেই মাশরাফির

এবার নেপালকে হারাল বাংলাদেশের মেয়েরা

হারের পর রেফারিকে দুষছে বার্সেলোনা

‘মরক্কো-সেনেগাল ফাইনালে যা হয়েছে, তা আফ্রিকার জন্য অবমাননাকর’

ফুটসালে বাংলাদেশের ছেলেদের প্রথম জয়

অল্পের জন্য রোনালদোর নামে গোলটা হলো না

বাফুফের হাতে বিশ্বকাপের ৩৩০ টিকিট, পাবেন কীভাবে

এবার সিলেটে খেলবেন হামজা-শমিতরা

পিছিয়ে থেকেও বাংলাদেশের স্বস্তির ড্র