হোম > খেলা > ফুটবল

এমবাপ্পেকে একা থাকতে দিন, বলছেন পিএসজি সভাপতি

দলবদলের সময় এলেই কিলিয়ান এমবাপ্পেকে নিয়ে নানান গুঞ্জন শুরু হয়। এবারও ব্যতিক্রম নয়। আগামী মৌসুম থেকে রিয়াল মাদ্রিদের হয়ে খেলবেন এমবাপ্পে—এমনটি দুই দিন আগে জানিয়েছেন ফরাসি সংবাদমাধ্যম ফুট মেরকাতোর ক্রীড়া সাংবাদিক সান্তি আউনা। 

এমনকি দুই পক্ষের মধ্যে নাকি সম্প্রতি চুক্তিও হয়ে গেছে। আউনার মতোই এমবাপ্পের রিয়ালে যাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন দলবদলের নির্ভরযোগ্য ইতালিয়ান ক্রীড়া সাংবাদিক ফ্যাব্রিজিও রোমানোও। এমন সংবাদের পর তাই নড়েচড়ে বসেছে পিএসজি। 

এমবাপ্পেকে এবারও আটকাতে নতুন অফারের সঙ্গে ফরাসি তারকার প্রশংসায় মেতেছেন পিএসজির সভাপতি নাসের আল খেলাইফি। নিজেদের ক্লাবের সেরা তো অবশ্যই, বিশ্বের অন্যতম ফুটবলার পিএসজিতেই থাকুক এমনটি চান তিনি। সঙ্গে ফ্রান্সের বিশ্বকাপজয়ী ফরোয়ার্ডকে একা থাকতে দেওয়ার আহ্বান জানিয়েছেন তিনি। 

এ বছরের জুনেই পিএসজির সঙ্গে এমবাপ্পের চুক্তির মেয়াদ শেষ হবে। এতে করে যেকোনো ক্লাবে ইচ্ছামতো যোগ দিতে পারবেন ২৫ বছর বয়সী ফরোয়ার্ড। তাই তাঁকে আটকানোর বিষয়ে আরএমসিকে খেলাইফি বলেছেন, ‘চাওয়াটা লুকাতে চাই না, আমি চাই এমবাপ্পে পিএসজিতেই থাকুক। বিশ্বের সেরা খেলোয়াড় এমবাপ্পে। আর প্যারিস তার জন্য সেরা ক্লাব।’ 

চুক্তির মেয়াদ শেষের পথে আসায় তাই এমবাপ্পেকে নিয়ে নানান ধরনের জল্পনা না ছড়ানোর অনুরোধ করেছেন খেলাইফি। সঙ্গে ফরাসি তারকাকে একা থাকতে দেওয়ার অনুরোধও করেছেন তিনি। পিএসজি সভাপতি বলেছেন, ‘সামনে আমাদের অনেক গুরুত্বপূর্ণ ম্যাচ রয়েছে। অনুরোধ করব এমবাপ্পেকে নিয়ে হইচই করবেন না এবং তাকে একা থাকতে দিন।’

ফাইনালের লড়াইয়ে সালাহ-মানে, দিয়াজ-ওসিমেন

চ্যাম্পিয়নস লিগ জিতে কত টাকা পেল পিএসজি

ব্রাজিলের হাতে বিশ্বকাপ দেখতে চান বাংলাদেশ অধিনায়ক, যদি...

বিশ্বকাপ ট্রফি এখন ঢাকায়

ফুটসালে আজ বাংলাদেশ-ভারত ম্যাচ দেখাবে কোথায়

আজ ঢাকায় ফুটবল বিশ্বকাপের ট্রফি কোথায়, কারা দেখতে পাবেন

আসল সমস্যা আড়াল করে কোচ বদলেই কি মুক্তি রিয়ালের

নতুন কোচ পেল ম্যানচেস্টার ইউনাইটেড, থাকবেন কত দিন

ঢাকায় বিশ্বকাপ ট্রফির সঙ্গে আসছেন ব্রাজিলের বিশ্বকাপজয়ী ফুটবলার

আলোনসোর জায়গায় আরবেলোয়াকে কেন নিল রিয়াল