হোম > খেলা > ফুটবল

কোপা কি আসলেই হচ্ছে? 

ঢাকা: ১৩ জুন ব্রাজিলে শুরু হওয়ার কথা কোপা আমেরিকা। কিন্তু হঠাৎ করে ব্রাজিলে করোনা সংক্রমণ বেড়ে যাওয়ায় কোপা হওয়া নিয়ে তৈরি হয়েছে ধোঁয়াশা। স্বাগতিক ব্রাজিল তো বটেই, প্রতিবেশী আর্জেন্টিনা, উরুগুয়েও কোপা না হওয়ার পক্ষে সুর মিলিয়েছে। তবে এখনো লাতিন আমেরিকার ফুটবল ফেডারেশন (কনমেবল) ব্রাজিলেই কোপা আয়োজনে অনড়।

রাজনৈতিক সহিংসতায় কলম্বিয়া ও করোনা বেড়ে যাওয়ায় আর্জেন্টিনার নাম প্রত্যাহার করেছিল কনমেবল। পরে চিলি, প্যারাগুয়ে, যুক্তরাষ্ট্র আয়োজনের আগ্রহ দেখালেও কনমেবল আয়োজক হিসেবে বেছে নেয় ব্রাজিলকে। কিন্তু হঠাৎ করেই করোনা বাড়তে শুরু করেছে ব্রাজিলেও। গত বেশ কয়েক দিনে দেশটিতে প্রায় ২০০০ মানুষ করোনায় মারা গিয়েছে আর আক্রান্ত হয়েছে প্রায় এক লাখ মানুষ।

এমন পরিস্থিতিতে ব্রাজিল কোচ তিতে চাচ্ছেন না ব্রাজিলে কোপা হোক। ইকুয়েডরের সঙ্গে বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচ শেষে এ নিয়ে কথা বলেছেন কাসেমিরো। ব্রাজিল অধিনায়ক বলেছেন, ‘শুধু আমি একা নই বা ইউরোপে যারা খেলছি তারা শুধু নয়, কোচ তিতেসহ আমরা কেউই চাই না কোপা ব্রাজিলে হোক।’ কোপা না হওয়ার পক্ষে লুইস সুয়ারেজ, এডিনসন কাভানি, সার্জিও আগুয়েরোরাও।

কনমেবল এ সবকিছু জানলেও তারা এখনো চায় ব্রাজিলেই হোক কোপা। তারা জানিয়েছে, এই মুহূর্তে ভেন্যু পরিবর্তন অসম্ভব। তা ছাড়া ব্রাজিলে ঘরোয়া ফুটবল যদি হতে পারে, তাহলে কোপা কেন নয়! 

বার্সেলোনাকে গার্ড অব অনার দিতে এমবাপ্পের বাধা

‘রিয়ালের বিপক্ষে শিরোপা মানেই দারুণ কিছু’

বিশ্বকাপে কোথায় হবে ফ্রান্স ও জার্মানির অনুশীলন ক্যাম্প

সালাহর সামনে আরেকটি সুযোগ, কেমন হলো আফকনের সেমিফাইনালের লাইনআপ

এই এল ক্লাসিকোই কি আলোনসোর ‘ফাইনাল’

মেসিকে নিয়ে আর্জেন্টিনা কোচের কণ্ঠে ‘পুরোনো সুর’

ফুরাল ২২ বছরের অপেক্ষা, মাটিতে পা রেখে শিরোপায় চোখ মরক্কোর

বেগম খালেদা জিয়ার মৃত্যুতে ফিফা সভাপতির শোক

বাবা হারানোর শোক ছাপিয়ে ফুটবলে আলো ছড়াচ্ছে ১৩ বছরের অনন্যা

বার্সার বিপক্ষে প্রতিশোধের ফাইনালে কি খেলছেন এমবাপ্পে