হোম > খেলা > ফুটবল

লুটপাটের শিকার আর্জেন্টিনা দল

ফুটবলে এমন দিন খুব কমই আসে। আর্জেন্টিনার জন্য এই অপ্রত্যাশিত দিন হজম করা আরও কঠিন। শেষ মুহূর্তে সমতায় ফেরা দুর্দান্ত গোলের প্রায় দুই ঘণ্টা পর হার নিয়ে মাঠ ছাড়ার মতো অবিশ্বাস্য ঘটনার সাক্ষী হতে হয়েছে বিশ্ব চ্যাম্পিয়নদের‍। তবে আর্জেন্টিনা দলের ভোগান্তির এখানেই শেষ হয়নি। ম্যাচ শুরু হওয়ার আগে লুটপাটের শিকার হতে হয়েছে দলকে।

আর্জেন্টিনা দল তখন অনুশীলনে ব্যস্ত। লকার রুমে ফুটবলারসহ দলের স্টাফদের অনুপস্থিতিতে চুরি হয়ে যায় নগদ টাকাসহ মূল্যবান ব্যবহার্য জিনিস। আর্জেন্টিনার কোচ হাভিয়ার মাশ্চেরানো বলছেন, অনুশীলেনর পর আমরা এ বিষয়ে কিছু বলতে চাইনি এবং এতে কোনো লাভও হতো না। কিন্তু এ ধরনের ঘটনা একেবারেই অগ্রহণযোগ্য।’

চুরি যাওয়া জিনিসের ক্ষয়ক্ষতির বর্ণনা দিতে গিয়ে মাশ্চেরানো বলছেন, ‘থিয়াগো আলমাদা তার ঘড়ি ও আংটি খুঁজে পাচ্ছে না। এ ছাড়া আরেক সূত্র অনুযায়ী ভুক্তভোগীর ৫০ হাজার ইউরো খোয়া গেছে।’

এবার অবশ্য অলম্পিকের উদ্বোধনী অনুষ্ঠানের আগেই বিতর্কিত অনেক ঘটনা ঘটেছে। পর্যাপ্ত নিরাপত্তার অভাব, কানাডার ড্রোন কান্ড কিংবা দশর্কদের মাঠে নেমে আসার মতো অপ্রত্যাশিত বিষয় দেখা গেছে। তবে সবচেয়ে বেশি ভুক্তোভোগী বোধহয় আর্জেন্টিনা ফুটবল দলই।

লিঁওতে আগামীকাল নিজেদের দ্বিতীয় ম্যাচে ইরাকের মুখোমুখি হবে আর্জেন্টিনা। কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করতে হলে গ্রুপ পর্বের বাকি দুটি ম্যাচে জয় নিশ্চিত করতে হবে হুলিয়ান আলভারেজদের। আগামী মঙ্গলবার গ্রুপ পর্বে নিজেদের তৃতীয় ও শেষ ম্যাচে ইউক্রেনের মুখোমুখি হবে আর্জেন্টিনা।

আলোনসোর জায়গায় আরবেলোয়াকে কেন নিল রিয়াল

৭ মাসেই বরখাস্ত আলোনসো, রিয়ালের নতুন কোচ হয়েছেন কে

বার্সেলোনাকে গার্ড অব অনার দিতে এমবাপ্পের বাধা

‘রিয়ালের বিপক্ষে শিরোপা মানেই দারুণ কিছু’

বিশ্বকাপে কোথায় হবে ফ্রান্স ও জার্মানির অনুশীলন ক্যাম্প

সালাহর সামনে আরেকটি সুযোগ, কেমন হলো আফকনের সেমিফাইনালের লাইনআপ

এই এল ক্লাসিকোই কি আলোনসোর ‘ফাইনাল’

মেসিকে নিয়ে আর্জেন্টিনা কোচের কণ্ঠে ‘পুরোনো সুর’

ফুরাল ২২ বছরের অপেক্ষা, মাটিতে পা রেখে শিরোপায় চোখ মরক্কোর

বেগম খালেদা জিয়ার মৃত্যুতে ফিফা সভাপতির শোক