ফ্রেঞ্চ লিগ ওয়ানে আবারও হার সঙ্গী হয়েছে প্যারিস সেন্ট জার্মেইয়ের (পিএসজি)। দলের সেরা তারকা লিওনেল মেসি-নেইমারদের নিয়েও গত রাতে নিসের মাঠে স্বাগতিকদের কাছে ১-০ গোলে হেরেছে পিএসজি। নিসের হয়ে একমাত্র গোলটি করেছেন অ্যান্ডি দিলর্ত।
এই ম্যাচের পিএসজির একাদশে ছিলেন না কিলিয়ান এমবাপ্পে। ফরাসি তারকার অভাব বেশ ভালোভাবেই টের পেয়েছে পিএসজি। পুরো ম্যাচে পিএসজির আক্রমণভাগ প্রতিপক্ষ নিসের রক্ষণে তেমন পরীক্ষাই নিতে পারেনি।
এই হারেও অবশ্য পয়েন্ট টেবিলে নাড়াচাড়া হচ্ছে না পিএসজির। ২৭ ম্যাচে ৬২ পয়েন্ট নিয়ে শীর্ষেই আছে মরিসিও পচেত্তিনোর দল। সমান ম্যাচে ৪৯ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে আছে নিস।
এদিন ৪-৩-৩ ফরমেশনে একাদশ সাজিয়ে মাঠে নেমেছিলেন পিএসজির কোচ পচেত্তিনো। তবে সেটা যে কাজে আসেনি ম্যাচের ফল দেখেই পরিষ্কার। প্রথমার্ধে বল দখলে এগিয়ে থাকলেও পিএসজির আক্রমণে এগিয়ে ছিল নিস। বেশ কয়েকটি সুযোগ তৈরি করেও অবশ্য ফরোয়ার্ডদের ব্যর্থতায় কাঙ্ক্ষিত গোলের দেখা পায়নি।
দ্বিতীয়ার্ধে আক্রমণের গতি বাড়ায় নিস। ঘরের মাঠে ৮৮ মিনিটে কাঙ্ক্ষিত গোলেরও দেখা পেয়ে যায় তারা। গোল করে দলকে জয়ের রাস্তা দেখান আলজেরিয়ার ফরোয়ার্ড অ্যান্ডি দিলর্ত। শেষ পর্যন্ত হার নিয়ে মাঠ ছাড়তে হয় অতিথিদের।