হোম > খেলা > ফুটবল

‘পয়েন্ট খোয়ানো’ জুভেন্টাসের চ্যাম্পিয়নস লিগ শেষ 

‘আর্থিক কেলেঙ্কারিতে’ পয়েন্ট হারানোয় জুভেন্টাসের পরের মৌসুমে চ্যাম্পিয়নস লিগ খেলা সুতোয় ঝুলছিল। শেষ সম্ভাবনাটুকুও গতকাল শেষ হয়ে গেছে তাদের। দীর্ঘ এক যুগ পর চ্যাম্পিয়নস লিগে খেলতে পারছে না তুরিনের বুড়িরা। 

গতকাল আলিয়াঞ্জ স্টেডিয়ামে সিরি আ তে মুখোমুখি হয় জুভেন্টাস-এসি মিলান। দুই দলের কাছেই এটা ছিল মৌসুমের ৩৭ তম ম্যাচ। গতকালের ম্যাচের আগে জুভেন্টাসের ছিল ৫৯ পয়েন্ট এবং মিলানের পয়েন্ট ছিল ৬৪। ২০২৩-২৪ মৌসুমে চ্যাম্পিয়নস লিগে খেলতে জুভেন্টাসের শেষ দুই ম্যাচ তো জিততে হতোই, একই সঙ্গে শেষ দুই ম্যাচে হারতে হতো মিলানকে। তবে গতকালই নিশ্চিত হয়ে গেছে মিলানের আগামী মৌসুমের চ্যাম্পিয়নস লিগ। অলিভিয়ার জিরুর গোলে জুভেন্টাসকে ১-০ গোলে হারায় মিলান। আগামী মৌসুমে তুরিনের বুড়িদের চ্যাম্পিয়নস লিগে খেলার আশা শেষ হয়ে যায় এখানেই। ৩৭ ম্যাচে ৬৭ পয়েন্ট নিয়ে টেবিলের চারে মিলান এবং ৫৯ পয়েন্ট নিয়ে সাতে জুভেন্টাস। সবশেষ ২০১১-১২ মৌসুমে চ্যাম্পিয়নস লিগে খেলতে পারেনি জুভেন্টাস। 

এ বছরের জানুয়ারিতে দলবদলের চুক্তি ও টাকা পয়সা নিয়ে মিথ্যাচার করায় জুভেন্টাসের থেকে ১৫ পয়েন্ট কেটে নেয় ইতালিয়ান ফুটবল ফেডারেশন (এফআইজিসি)। এরপর ফেডারেল কোর্টের আপিলে ১৫ পয়েন্ট ফিরে পায় তুরিনের বুড়িরা। এরপর এম্পোলির বিপক্ষে ম্যাচের দিন কেটে নেওয়া হয়েছে ১০ পয়েন্ট। ১০ পয়েন্ট না কাটা গেলে এখন ৬৯ পয়েন্ট নিয়ে সেরা চারে থাকা নিশ্চিত হয়ে যেত জুভেন্টাসের।

পর্তুগালে রোনালদোর ভাস্কর্যে আগুন, হামলাকারীর রহস্যময়ী বার্তা

জয়ের পরও বার্সেলোনার একাধিক দুশ্চিন্তা, হ্যারি কেনের পেনাল্টি মিস

এক সাবিনার কাছেই উড়ে গেল শ্রীলঙ্কা

আমিও একজন মানুষ: দর্শকদের দুয়োধ্বনি নিয়ে ভিনিসিয়ুস

শ্রীলঙ্কার জালে ৫ গোল দিয়ে বাংলাদেশের দ্বিতীয় জয়

ক্রিকেটে টান নেই মাশরাফির

এবার নেপালকে হারাল বাংলাদেশের মেয়েরা

হারের পর রেফারিকে দুষছে বার্সেলোনা

‘মরক্কো-সেনেগাল ফাইনালে যা হয়েছে, তা আফ্রিকার জন্য অবমাননাকর’

ফুটসালে বাংলাদেশের ছেলেদের প্রথম জয়