হোম > খেলা > ফুটবল

হ্যাটট্রিক উদযাপন হালান্ডের উদ্দেশে ছিল না, জানালেন ডি ব্রুইন

ইংলিশ প্রিমিয়ার লিগের গুরুত্বপূর্ণ ম্যাচে গত রাতে উলভসকে উড়িয়ে দিয়েছে ম্যানচেস্টার সিটি। তবে ম্যাচের সমস্ত আলো কেড়ে নিয়েছিলেন কেভিন ডি ব্রুইন। এই বেলজিয়ান মিডফিল্ডার  হ্যাটট্রিক করার পর উদ্‌যাপনটা করেছেন আর্লিং হালান্ডের মতো। যেন হালান্ডকে সিটিতে স্বাগত জানাতেই ডি ব্রুইনের এমন প্রয়াস। পরে অবশ্য জানিয়েছেন ভিন্ন কথা।

প্রথমার্ধের ২৪ মিনিটেই হ্যাটট্রিক পূর্ণ করেন ডি ব্রুইন। উদ্‌যাপনের জন্য বেছে নিলেন হালান্ডের সেই আইকোনিক ভঙ্গি। গোল করার পর হালান্ড যেভাবে বুড়ো আঙুল ও তর্জনী বাকিয়ে উদ্‌যাপন করেন, ডি ব্রুইন দাঁড়িয়েই তেমনটা করলেন। এক দিন আগেই নরওয়েজিয়ান স্ট্রাইকার সিটিতে নাম লিখিয়েছেন। অনেকেই তাই ভেবেছেন ডি ব্রুইনের উদ্‌যাপনের মূল কারণ হয়তো এটাই। 

ম্যাচ শেষে ডি ব্রুইন শোনালেন ভিন্ন কথা,‘কয়েকটি সাক্ষাৎকারে জানতে চাওয়া হয়েছে এটা (উদ্‌যাপন)) হরলান্ডের জন্য ছিল কি না? তিন গোল করায় এটা করেছি। এটা তো হয়ই না! তবে চার গোল করা সব সময়ই বিশেষ কিছু। সত্যি বলতে, গোল পাঁচটা হওয়া উচিত ছিল।’ 

ম্যাচে ডি ব্রুইন আরেকটি রেকর্ডও গড়েছেন। সিটির  ২০০ গোলে তিমি অবদান রেখেছেন। এর মধ্যে ৮৪ গোল নিজে প্রত্যক্ষ ভাবে করেছেন। আর বাকি ১১৬ গোল সতীর্থদের দিয়ে করিয়েছেন। ডি ব্রুইনের এই ঝলমলে পারফরম্যান্সের রাতে লিগ শিরোপা জয়ের আরও কাছে পৌঁছে গেল সিটিজেনরা। সমান ৩৬ ম্যাচ খেলে পয়েন্ট টেবিলের দুইয়ে থাকা লিভারপুলের চেয়ে ৩ পয়েন্ট বেশি নিয়ে তালিকার শীর্ষে গার্দিওলার শিষ্যরা। লিভারপুলের চেয়ে গোল ব্যবধানে ৭টি। বাকি দুই ম্যাচে কোনো অঘটন না ঘটলে লিগ জয় এখন শুধু সময়ের ব্যাপার।

সাবিনার কাঁধে আরেকটি সাফের দায়িত্ব

জয়ে ফিরল আবাহনী

মেসিকে কলকাতায় আনার মূল উদ্যোক্তা আটক

মেসির কাছে ক্ষমা চাইলেন মমতা

বিমানবন্দর থেকে ফিরে এলেন দুই প্রবাসী ফুটবলার, বিরক্ত পরিবার

কলকাতায় মেসির তিক্ত অভিজ্ঞতা, লন্ডভন্ড যুবভারতী স্টেডিয়াম

আর্জেন্টিনা-ব্রাজিলকে পেছনে ফেলে বিশ্বকাপে চাহিদার শীর্ষে যে ম্যাচের টিকিট

কলকাতায় মেসির ব্যস্ততা শুরু, উদ্বোধন করলেন ৭০ ফুট উচ্চতার ভাস্কর্য

অ্যানফিল্ডে কি আজ দেখা যাবে সালাহকে

‘রিয়াল মাদ্রিদে এমন নাটক আগেও অনেকবার দেখেছি’