হোম > খেলা > ফুটবল

‘পাঁচ গোল করতে পারতাম’

বিশ্বকাপে খেলতে না পারার আক্ষেপে পুড়ছেন আর্লিং হালান্ড। সেই আক্ষেপকে শক্তিতে রূপান্তরিত করে এখন প্রতিপক্ষদের পোড়াচ্ছেন তিনি। গতকাল লিডসের বিপক্ষে ৩-১ গোলের জয়ে জোড়া গোল করেছেন এই নওরেজীয় স্ট্রাইকার।

কিন্তু এতেও খুশি নন হালান্ড। ম্যাচ শেষে অসন্তুষ্টর বিষয়টি জানিয়েছেন তিনি। ২২ বছর বয়সী ম্যানসিটি স্ট্রাইকার বলেছেন,‘এটি সত্য যে, ম্যাচে পাঁচ গোল করতে পারতাম। তবে এর চেয়েও গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে আমরা জিতেছি। শীর্ষে থাকা আর্সেনালকে আমাদের তাড়া করতে হবে। আর একজন স্ট্রাইকার হিসেবে আমি আরও জোড়া গোল করতে পারতাম। এটাই জীবন, আমাকে আরও পরিশ্রম করতে হবে।’

প্রিমিয়ার লিগে গতকাল ২০ গোলের দ্রুততম রেকর্ড গড়েছেন হালান্ড। রেকর্ডটি করতে ১৪ ম্যাচ খেলেছেন তিনি। সব মিলিয়ে ম্যানসিটির হয়ে ইতিমধ্যে ২৫ গোল করেছেন তিনি। এর আগের রেকর্ডটি ছিল কেভিন ফিলিপসের। ২০ গোল করতে ২১ ম্যাচ খেলেছিলেন সান্ডারল্যান্ডের এই স্ট্রাইকার। ১৯৯৯-২০০০ মৌসুমে রেকর্ডটি গড়েছিলেন তিনি।

বিশ্বকাপের আগে থেকেই দুর্দান্ত খেলছেন হালান্ড। তবে মাঝে বিশ্বকাপ আরও ভালো খেলার প্রেরণা জুগিয়েছে বলে জানিয়েছেন তিনি। বিশ্বকাপে খেলতে না পারার হতাশা ও প্রেরণার বিষয়ে তিনি বলেছেন,‘ঘরে বসে বিশ্বকাপ দেখেছি। বিশ্বকাপে খেলতে না পারায় পাগল পাগল লাগছিল। টুর্নামেন্টে অন্যদের গোল করতে দেখে বিরক্ত ও প্রেরণা দুটিই পেয়েছি। আমি এখন আরও বেশি ক্ষুধার্ত।’

শ্রীলঙ্কার জালে ৫ গোল দিয়ে বাংলাদেশের দ্বিতীয় জয়

ক্রিকেটে টান নেই মাশরাফির

এবার নেপালকে হারাল বাংলাদেশের মেয়েরা

হারের পর রেফারিকে দুষছে বার্সেলোনা

‘মরক্কো-সেনেগাল ফাইনালে যা হয়েছে, তা আফ্রিকার জন্য অবমাননাকর’

ফুটসালে বাংলাদেশের ছেলেদের প্রথম জয়

অল্পের জন্য রোনালদোর নামে গোলটা হলো না

বাফুফের হাতে বিশ্বকাপের ৩৩০ টিকিট, পাবেন কীভাবে

এবার সিলেটে খেলবেন হামজা-শমিতরা

পিছিয়ে থেকেও বাংলাদেশের স্বস্তির ড্র