হোম > খেলা > ফুটবল

‘নতুন’ ব্রাজিলকে হারিয়ে মরক্কোর ইতিহাস 

কোচ, অধিনায়ক—সবই নতুন। সঙ্গে একঝাঁক তরুণ খেলোয়াড়। সব মিলিয়ে গতকাল শুরু হয়েছিল নতুন এক ব্রাজিলের যাত্রা। তবে সেই যাত্রার শুরুতেই হোঁচট খেয়েছে সেলেসাওরা। তাঞ্জিয়ারে প্রীতি ম্যাচে মরক্কোর কাছে ২-১ গোলে হেরেছে পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নরা।

কাতার বিশ্বকাপের পর এবারই প্রথম ম্যাচ খেলতে নামে ব্রাজিল। দলটির ভারপ্রাপ্ত কোচের দায়িত্ব পালন করছেন র‍্যামন মেনেজেস। আর মরক্কোর ম্যাচের আগে কাসেমিরোকে ঘোষণা করা হয় অধিনায়ক। তাঞ্জিয়ারে আফ্রিকার দেশটির বিপক্ষে পাঁচ খেলোয়াড়কে অভিষেক করিয়েছেন মেনেজেস। ম্যাচের ২৯ মিনিটে সুফিয়ান বুফলের গোলে এগিয়ে যায় মরক্কো। এরপর ৬৭ মিনিটে অধিনায়ক কাসেমিরোর গোলে সমতায় ফেরে ব্রাজিল। আর ৭৯ মিনিটে আবদেল হামিদ সাবিরির গোলে এগিয়ে যায় মরক্কো। শেষ পর্যন্ত ২-১ গোলের জয়ে ইতিহাস গড়েছে মরক্কো। ব্রাজিলকে প্রথমবারের মতো হারিয়েছে তারা।

এই ম্যাচে লড়াই হয়েছিল প্রায় সমানে সমান, যেখানে এগিয়ে ছিল ব্রাজিল। বল দখলে রেখেছিল ৫৪ শতাংশ। প্রতিপক্ষের লক্ষ্য বরাবর ৪টি শট করেছিল। অন্যদিকে মরক্কো বল দখলে রেখেছিল ৪৬ শতাংশ। ব্রাজিলের লক্ষ্য বরাবর ৩টি শট নিয়েছিল আফ্রিকা মহাদেশের দেশটি। এই ম্যাচে শেষ হাসি হাসে মরক্কো। 

মরক্কোর ইতিহাস গড়ার গল্প সেই কাতার বিশ্বকাপ থেকেই। আফ্রিকার প্রথম দল হিসেবে বিশ্বকাপের সেমিফাইনাল খেলে তারা। বেলজিয়াম, স্পেন, পর্তুগাল—ইউরোপের এই তিন দলকে হারিয়েছিল মরক্কো।

লিগের সম্প্রচার বন্ধ, কী বলছে বাফুফে

লিগের মাঝপথে মোহামেডান ছাড়ার ঘোষণা মুজাফফরভের

মেসির সঙ্গে হচ্ছে না নেইমারের পুনর্মিলন, এখন কী হবে

হাঁটু্র চোটে এমবাপ্পে, অনিশ্চয়তায় রিয়াল মাদ্রিদ

আফ্রিকার শ্রেষ্ঠত্বের লড়াইয়ে শেষ ষোলোতে কে কাকে পেল

কেন তিন গোলরক্ষক নামিয়েছিল উগান্ডা

ফুটবলে নতুন আশা, ক্রিকেট করেছে হতাশ

হাকিমির ফেরার রাতে গ্রুপ চ্যাম্পিয়ন মরক্কো, ম্যাচ না জিতেও পরের রাউন্ডে মালি

২০২৬ বিশ্বকাপ দেখতে রেকর্ড ১৫ কোটি টিকিটের আবেদন

১০০০ গোল না করা পর্যন্ত অবসর নেবেন না রোনালদো