হোম > খেলা > ফুটবল

দেখে নিন কাতার বিশ্বকাপের বল

কাতার ২০২২ ফুটবল বিশ্বকাপের বাছাইপর্ব এখন শেষ দিকে। স্বাগতিক দেশসহ ইতিমধ্যে ফুটবল মহাযজ্ঞের মূলপর্বের টিকিট নিশ্চিত হয়েছে ২৭টি দলের। অপেক্ষা এখন পাঁচ দলের। তার আগেই অন্য একটা অপেক্ষার অবসান হলো। বিশ্বকাপের বল উন্মোচন করল ক্রীড়াসামগ্রী প্রস্তুতকারক প্রতিষ্ঠান অ্যাডিডাস। 

বিশ্বকাপের বলের নাম ‘আল রিহলা’। যার অর্থ ভ্রমণ। বিশ্বকাপের বলের ডিজাইন করেছেন ফ্রাঞ্জিসকা লেফেলমান। কাতারের স্থাপত্য, নৌকা ও জাতীয় পতাকা থেকে অনুপ্রেরণা নিয়ে তৈরি করা হয়েছে ‘আল রিহলা’ বলের নকশা। এনিয়ে টানা ১৪টি বিশ্বকাপের বল তৈরি করল অ্যাডিডাস। যার শুরুটা হয়েছিল ১৯৭০ বিশ্বকাপ দিয়ে। 

অ্যাডিডাস প্রকাশিত বিশ্বকাপের বল হাতে দেখা যায় আর্জেন্টিনা অধিনায়ক লিওনেল মেসিকে। এই বল দিয়েই মাঠ মাতাতে দেখা যাবে এমবাপ্পে, মেসি, নেইমার, রোনালদোদের। গতকাল উন্মোচন হওয়া বলটা চোখে প্রশান্তি এনে দেওয়ার মতোই সুন্দর। বলটি জগদ্বিখ্যাত পর্যটক ইবনে বতুতার জীবনের গল্প নিয়ে লেখা বই 'আল রিহলা' নামে নামান্তর করা হয়। 

বলের নকশায় আছে মেরুন ও নীল রঙের আধিক্য। বলের ওজন, গতি ও প্রকৃতি ঠিক আছে কিনা তা নিশ্চিত ল্যাবে কয়েক দফা পরীক্ষা করানো হয়। কাতারের স্থানীয় সংবাদমাধ্যমে জানানো হয়, বিশ্বের ১০টি দেশ ভ্রমণ করবে বিশ্বকাপের দল। দেশগুলোর শহরে রাজসিক কায়দায় উন্মোচন করা হবে বলটি। আগামী ১২ এপ্রিল থেকে খুচরা বাজারে ছাড়া হবে ‘আল রিহলা’। 

২০২৬ বিশ্বকাপ দেখতে রেকর্ড ১৫ কোটি টিকিটের আবেদন

১০০০ গোল না করা পর্যন্ত অবসর নেবেন না রোনালদো

রোনালদোভক্ত তনিমার দৃষ্টিনন্দন জোড়া গোলে শুরু নারী লিগ

এশিয়ান কাপের প্রস্তুতিতে মেয়েদের ভরসা ঘরোয়া লিগ

নৌকাডুবিতে ভ্যালেন্সিয়া কোচ ও তাঁর তিন সন্তানের মৃত্যু

রোনালদো-জাদুতে আল নাসরের ইতিহাস

দিয়াবাতের পেনাল্টি মিস, কিংসকে হারাতে পারেনি আবাহনী

না ফেরার দেশে স্কটিশ কিংবদন্তি ফুটবলার

মেলবোর্নে সবুজ উইকেটে খেলতে নেমে বিপাকে চার পেসারের অস্ট্রেলিয়া

রোনালদোকে পর্তুগালের এখন অনেক বেশি দরকার, বলছেন কোচ