হোম > খেলা > ফুটবল

দেখে নিন কাতার বিশ্বকাপের বল

কাতার ২০২২ ফুটবল বিশ্বকাপের বাছাইপর্ব এখন শেষ দিকে। স্বাগতিক দেশসহ ইতিমধ্যে ফুটবল মহাযজ্ঞের মূলপর্বের টিকিট নিশ্চিত হয়েছে ২৭টি দলের। অপেক্ষা এখন পাঁচ দলের। তার আগেই অন্য একটা অপেক্ষার অবসান হলো। বিশ্বকাপের বল উন্মোচন করল ক্রীড়াসামগ্রী প্রস্তুতকারক প্রতিষ্ঠান অ্যাডিডাস। 

বিশ্বকাপের বলের নাম ‘আল রিহলা’। যার অর্থ ভ্রমণ। বিশ্বকাপের বলের ডিজাইন করেছেন ফ্রাঞ্জিসকা লেফেলমান। কাতারের স্থাপত্য, নৌকা ও জাতীয় পতাকা থেকে অনুপ্রেরণা নিয়ে তৈরি করা হয়েছে ‘আল রিহলা’ বলের নকশা। এনিয়ে টানা ১৪টি বিশ্বকাপের বল তৈরি করল অ্যাডিডাস। যার শুরুটা হয়েছিল ১৯৭০ বিশ্বকাপ দিয়ে। 

অ্যাডিডাস প্রকাশিত বিশ্বকাপের বল হাতে দেখা যায় আর্জেন্টিনা অধিনায়ক লিওনেল মেসিকে। এই বল দিয়েই মাঠ মাতাতে দেখা যাবে এমবাপ্পে, মেসি, নেইমার, রোনালদোদের। গতকাল উন্মোচন হওয়া বলটা চোখে প্রশান্তি এনে দেওয়ার মতোই সুন্দর। বলটি জগদ্বিখ্যাত পর্যটক ইবনে বতুতার জীবনের গল্প নিয়ে লেখা বই 'আল রিহলা' নামে নামান্তর করা হয়। 

বলের নকশায় আছে মেরুন ও নীল রঙের আধিক্য। বলের ওজন, গতি ও প্রকৃতি ঠিক আছে কিনা তা নিশ্চিত ল্যাবে কয়েক দফা পরীক্ষা করানো হয়। কাতারের স্থানীয় সংবাদমাধ্যমে জানানো হয়, বিশ্বের ১০টি দেশ ভ্রমণ করবে বিশ্বকাপের দল। দেশগুলোর শহরে রাজসিক কায়দায় উন্মোচন করা হবে বলটি। আগামী ১২ এপ্রিল থেকে খুচরা বাজারে ছাড়া হবে ‘আল রিহলা’। 

মেয়েদের লিগে মারামারি-লাল কার্ডের ম্যাচে ২৩ গোল

চলে গেলেন বাংলাদেশের সাবেক ফুটবলার নীরা

৩ গোলে পিছিয়ে থেকেও কিংসকে রুখে দিল ফকিরেরপুল

পারিশ্রমিক না পেয়ে ৪ মাসেই বসুন্ধরা ছাড়লেন কিউবা মিচেল

পয়েন্ট খুইয়ে বছর শুরু মোহামেডানের

লিগের সম্প্রচার বন্ধ, কী বলছে বাফুফে

লিগের মাঝপথে মোহামেডান ছাড়ার ঘোষণা মুজাফফরভের

মেসির সঙ্গে হচ্ছে না নেইমারের পুনর্মিলন, এখন কী হবে

হাঁটু্র চোটে এমবাপ্পে, অনিশ্চয়তায় রিয়াল মাদ্রিদ

আফ্রিকার শ্রেষ্ঠত্বের লড়াইয়ে শেষ ষোলোতে কে কাকে পেল