হোম > খেলা > ফুটবল

এবারও লিভারপুলের হৃদয়ে আঘাত দিলেন ট্রোসার্ড

ক্রিড়া ডেস্ক

ইংলিশ প্রিমিয়ার লিগের গত মৌসুমে অ্যানফিল্ডে ২-০ গোলে এগিয়ে থাকার পরও এনক এমওয়েফু ও লিয়ান্দ্রো ট্রোসার্ডের গোলে ব্রাইটনের বিপক্ষে জয়বঞ্চিত হয়েছিল লিভারপুল। ২০২২-২৩ মৌসুমে এসে আবারও দলটির বিপক্ষে জয়হীন থাকল অলরেডরা। দুবারই লিভারপুলের জয়ের পথের বাধা হয়ে দাঁড়ালেন বেলজিয়ান ফরোয়ার্ড ট্রোসার্ড। 

এবার অবশ্য ব্রাইটন ড্র করতে পেরেছে ট্রোসার্ডের একক কৃতিত্বে। তাঁর হ্যাটট্রিকে ঘরের মাঠে ম্যাচটি ৩-৩ গোলের ড্রয়ে সন্তুষ্ট থাকতে হলো লিভারপুলকে। সেই সঙ্গে ব্রাইটনের বিপক্ষে অ্যানফিল্ডে টানা তিন মৌসুমে জয়বঞ্চিত থাকল ইউর্গেন ক্লপের দল।। আগের দুই মৌসুমে যথাক্রমে ২-২ ও ১-১ গোলে ড্র হয়েছিল। 

চলতি মৌসুমে এ নিয়ে সাত ম্যাচে চারবার ড্রয়ের চিত্র দেখল লিভারপুল। প্রতিপক্ষের মাঠে ইংলিশ ফরোয়ার্ড ড্যানি ওয়েলবেকের পাস থেকে ৪ মিনিটেই ট্রোসার্ড ব্রাইটনকে এগিয়ে দেন। ১৭ মিনিটে মিডফিল্ডার সলি মার্চ থেকে বল পেয়ে আবারও লক্ষ্যভেদ করেন তিনি। গোল শোধে মরিয়া লিভারপুলকে প্রথম সাফল্য এনে দেন ব্রাজিলিয়ান স্ট্রাইকার রবার্তো ফিরমিনো। ৩৩ মিনিটে মোহামেদ সালাহর পাস থেকে গোল করেন তিনি। 
 
বিরতির আগে কোনো দল আর জালের দেখা পায়নি। তবে বিরতি থেকে ফিরে ফের গোল করে স্বাগতিকদের ম্যাচে ফেরান ফিরমিনো। ৬৩ মিনিটে নিজেদের জালে বল ঢুকিয়ে ব্রাইটনকে ৩-২ গোলে পিছিয়ে দেন ডিফেন্ডার ওয়েবস্টার। 
এই গোলে জয়ের স্বপ্নও হয়তো দেখতে শুরু করেছিলের ক্লপের শিষ্যরা। কিন্তু ৮৩ মিনিটে সেই স্বপ্নে জল ঢেলে দেন ট্রোসার্ড। 
 
সাত ম্যাচে ১০ পয়েন্ট নিয়ে বর্তমান লিগ রানার-আপদের অবস্থান টেবিলের ৯ নম্বরে সমান ম্যাচে ১৪ পয়েন্ট নিয়ে ৪ নম্বরে ব্রাইটন। 

এদিকে লিগের আরেক ম্যাচে চেলসি ২-১ গোলে ক্রিস্টাল প্যালেসকে এবং ফুলহ্যামকে ৪-১ ব্যবধানে উড়িয়ে দিয়েছে নিউক্যাসেল ইউনাইটেড।

শ্রীলঙ্কার জালে ৫ গোল দিয়ে বাংলাদেশের দ্বিতীয় জয়

ক্রিকেটে টান নেই মাশরাফির

এবার নেপালকে হারাল বাংলাদেশের মেয়েরা

হারের পর রেফারিকে দুষছে বার্সেলোনা

‘মরক্কো-সেনেগাল ফাইনালে যা হয়েছে, তা আফ্রিকার জন্য অবমাননাকর’

ফুটসালে বাংলাদেশের ছেলেদের প্রথম জয়

অল্পের জন্য রোনালদোর নামে গোলটা হলো না

বাফুফের হাতে বিশ্বকাপের ৩৩০ টিকিট, পাবেন কীভাবে

এবার সিলেটে খেলবেন হামজা-শমিতরা

পিছিয়ে থেকেও বাংলাদেশের স্বস্তির ড্র