হোম > খেলা > ফুটবল

যে ছবি অনেক কথা বলছে…

লিওনেল মেসি ও ক্রিস্টিয়ানো রোনালদো। আধুনিক ফুটবলের সবচেয়ে বড় তারকা তাঁরা। দীর্ঘসময় ধরে একজন আরেকজনের প্রতিদ্বন্দ্বীও। ক্লাব ক্যারিয়ারে দুজনে সবকিছু জিতেছেন। কিন্তু দেশের হয়ে এখনো বিশ্বকাপটা ছোঁয়া হয়নি। এবার কি পারবেন সেই অপূর্ণতাকে পূর্ণতা দিতে? না পারলে যে নিজেদের আক্ষেপ নিয়েই অবসরে যেতে হবে তাঁদের! কেননা কাতারই হতে যাচ্ছে মেসি-রোনালদোর শেষ বিশ্বকাপ। 

মেসি আগেই জানিয়ে দিয়েছেন, এটিই তাঁর শেষ বিশ্বকাপ। রোনালদোও এমন ইঙ্গিত দিয়েছেন। আর এমনিতে আগামী বিশ্বকাপ আসতে আসতে তাঁর বয়স হবে যাবে ৪১ বছর। তখন পর্তুগাল দলে সুযোগ নাও পেতে পারেন সিআর সেভেন। 

রাত পেরোলেই স্বাগতিক কাতার বনাম ইকুয়েডেররে ম্যাচ দিয়ে বাজবে বিশ্বকাপের বাঁশি। তার আগে দারুণ এক ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করেছেন মেসি ও রোনালদো। ফেসবুকে পোস্ট করা সেই ছবিতে দেখা যাচ্ছে, সময়ের এই দুই তারকা ট্রাঙ্কের ওপরে দাবার গুটি সাজিয়ে বসেছেন। মগ্ন হয়ে আছেন চাল দিতে। এ ছবি দেখে প্রথমেই একটি বাক্যই মনে পড়ে যায়, ‘শতরঞ্জ কে খিলাড়ি’।

নুয়ে বসা মেসির মুখে হাত তো রোনালদোর কপালে। যেন দুজনে চিন্তা করছেন মাঠের কৌশলে কীভাবে একজন আরেকজনকে হারানো যায়। আর এই ছবির ক্যাপশনে লেখা, ‘বিজয় থাকে মনের মধ্যে।’

ছবিটি ঘিরে ইতিমধ্যে আলোচনা শুরু হয়ে গেছে নেটিজেনদের মধ্যে। অবশ্য ছবিটি হতে পারে ট্রাঙ্কের বিজ্ঞাপন।  কিন্তু এভাবে দাবার বোর্ড সামনে দুজনের ছবি যেন অনেক কথায় বলছে। 

মুলারদের বিপক্ষে প্রতিশোধ নিতে তর সইছে না মেসির

প্রবাসী ফুটবলারদের জাত চেনানোর মঞ্চ এই লাতিন বাংলা সুপার কাপ

বিশ্বের চোখ থাকবে যেখানে

বিশ্বকাপ খেলতে না পারলে মাঠে বসে খেলা দেখবেন মেসি

বয়কট থেকে সরে এসে যুক্তরাষ্ট্রে যাচ্ছে ইরান

উন্নতমানের কোচ আনতে বাফুফেকে টাকা দেবে ক্রীড়া মন্ত্রণালয়

বিশ্বকাপে ব্রাজিল-আর্জেন্টিনাসহ কারা কোন গ্রুপে পড়তে পারে, জানবেন কীভাবে

চোট নিয়ে সাড়ে তিন বছর পর নেইমারের হ্যাটট্রিক

জাদুকরি এমবাপ্পের প্রশংসায় পঞ্চমুখ কোচ, বার্সার আরও কাছে রিয়াল

সিঙ্গাপুর-হংকং-ভারত ম্যাচ থেকে ৪ কোটি টাকার বেশি আয় বাফুফের