হোম > খেলা > ফুটবল

যে ছবি অনেক কথা বলছে…

লিওনেল মেসি ও ক্রিস্টিয়ানো রোনালদো। আধুনিক ফুটবলের সবচেয়ে বড় তারকা তাঁরা। দীর্ঘসময় ধরে একজন আরেকজনের প্রতিদ্বন্দ্বীও। ক্লাব ক্যারিয়ারে দুজনে সবকিছু জিতেছেন। কিন্তু দেশের হয়ে এখনো বিশ্বকাপটা ছোঁয়া হয়নি। এবার কি পারবেন সেই অপূর্ণতাকে পূর্ণতা দিতে? না পারলে যে নিজেদের আক্ষেপ নিয়েই অবসরে যেতে হবে তাঁদের! কেননা কাতারই হতে যাচ্ছে মেসি-রোনালদোর শেষ বিশ্বকাপ। 

মেসি আগেই জানিয়ে দিয়েছেন, এটিই তাঁর শেষ বিশ্বকাপ। রোনালদোও এমন ইঙ্গিত দিয়েছেন। আর এমনিতে আগামী বিশ্বকাপ আসতে আসতে তাঁর বয়স হবে যাবে ৪১ বছর। তখন পর্তুগাল দলে সুযোগ নাও পেতে পারেন সিআর সেভেন। 

রাত পেরোলেই স্বাগতিক কাতার বনাম ইকুয়েডেররে ম্যাচ দিয়ে বাজবে বিশ্বকাপের বাঁশি। তার আগে দারুণ এক ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করেছেন মেসি ও রোনালদো। ফেসবুকে পোস্ট করা সেই ছবিতে দেখা যাচ্ছে, সময়ের এই দুই তারকা ট্রাঙ্কের ওপরে দাবার গুটি সাজিয়ে বসেছেন। মগ্ন হয়ে আছেন চাল দিতে। এ ছবি দেখে প্রথমেই একটি বাক্যই মনে পড়ে যায়, ‘শতরঞ্জ কে খিলাড়ি’।

নুয়ে বসা মেসির মুখে হাত তো রোনালদোর কপালে। যেন দুজনে চিন্তা করছেন মাঠের কৌশলে কীভাবে একজন আরেকজনকে হারানো যায়। আর এই ছবির ক্যাপশনে লেখা, ‘বিজয় থাকে মনের মধ্যে।’

ছবিটি ঘিরে ইতিমধ্যে আলোচনা শুরু হয়ে গেছে নেটিজেনদের মধ্যে। অবশ্য ছবিটি হতে পারে ট্রাঙ্কের বিজ্ঞাপন।  কিন্তু এভাবে দাবার বোর্ড সামনে দুজনের ছবি যেন অনেক কথায় বলছে। 

সালাহর সামনে আরেকটি সুযোগ, কেমন হলো আফকনের সেমিফাইনালের লাইনআপ

এই এল ক্লাসিকোই কি আলোনসোর ‘ফাইনাল’

মেসিকে নিয়ে আর্জেন্টিনা কোচের কণ্ঠে ‘পুরোনো সুর’

ফুরাল ২২ বছরের অপেক্ষা, মাটিতে পা রেখে শিরোপায় চোখ মরক্কোর

বেগম খালেদা জিয়ার মৃত্যুতে ফিফা সভাপতির শোক

বাবা হারানোর শোক ছাপিয়ে ফুটবলে আলো ছড়াচ্ছে ১৩ বছরের অনন্যা

বার্সার বিপক্ষে প্রতিশোধের ফাইনালে কি খেলছেন এমবাপ্পে

মোহামেডানের ‘আতা ভাই’ আর নেই

কোয়ার্টার ফাইনালে মিসরকে পেল আইভরি কোস্ট, চূড়ান্ত লাইনআপটা কী

মিসরকে কোয়ার্টার ফাইনালে তুলে ইতিহাসের পাতায় সালাহ