হোম > খেলা > ফুটবল

‘রোনালদোর বিকল্প খুঁজতে আপস করবে না ইউনাইটেড’ 

ম্যানচেস্টার ইউনাইটেডের সঙ্গে ক্রিস্টিয়ানো রোনালদোর সম্পর্ক শেষ হওয়ার এক মাস পেরিয়ে গেছে। এই তারকা ফুটবলারের বিকল্প খোঁজাও শুরু হয়ে গেছে। ইউনাইটেড কোচ এরিক টেন হাগ জানিয়েছেন, তাঁর (রোনালদো) বিকল্প খুঁজতে ক্লাব বিন্দুমাত্র ভাববে না। 

ওল্ড ট্রাফোর্ডে আজ প্রিমিয়ার লিগের ম্যাচে মুখোমুখি হবে ম্যানচেস্টার ইউনাইটেড ও নটিংহাম ফরেস্ট। এই ম্যাচের আগে একজন স্ট্রাইকারের অভাব বোধ করেছেন টেন হাগ। সরাসরি না বললেও হয়তো রোনালদোর কথাই বলেছেন ইউনাইটেড কোচ। ডাচ এই কোচ বলেন, ‘আমরা জানি যে একজন স্ট্রাইকারকে আমরা হারিয়েছি। তবে যোগ্য একজনকে দলে দরকার। সেটা শুধু নামমাত্র খেলোয়াড় বাড়ানো না, খুব উচ্চ মানসম্পন্ন খেলোয়াড় আমাদের দরকার।’ 
 
এর আগে গত সপ্তাহে রোনালদোকে ৮১ শব্দের বিদায়ী সম্মাননা দিয়েছিল ম্যান ইউ। রেড ডেভিলের জার্সিতে রোনালদোর অর্জন উল্লেখ করেছিল ইউনাইটেড কর্তৃপক্ষ, যেখানে দুই দফায় ইউনাইটেডের জার্সিতে ৩৪৬ ম্যাচ খেলেন রোনালদো। করেছেন ১৪৫ গোল এবং অ্যাসিস্ট করেছেন ৬৪ গোলে। ক্লাব ক্যারিয়ারের ৭০০তম গোল করেছিলেন রেড ডেভিলের জার্সিতেই। প্রথম ফুটবলার হিসেবে ক্লাব ক্যারিয়ারে ৭০০ গোলের মাইলফলক অর্জন করেছিলেন পর্তুগিজ এই তারকা। ম্যানইউর হয়ে তিনটি প্রিমিয়ার লিগ, দুটি লিগ কাপ এবং একটি করে চ্যাম্পিয়নস লিগ ও ক্লাব বিশ্বকাপ জিতেছিলেন পর্তুগিজ এই তারকা ফুটবলার।

হাকিমির ফেরার রাতে গ্রুপ চ্যাম্পিয়ন মরক্কো, ম্যাচ না জিতেও পরের রাউন্ডে মালি

২০২৬ বিশ্বকাপ দেখতে রেকর্ড ১৫ কোটি টিকিটের আবেদন

১০০০ গোল না করা পর্যন্ত অবসর নেবেন না রোনালদো

রোনালদোভক্ত তনিমার দৃষ্টিনন্দন জোড়া গোলে শুরু নারী লিগ

এশিয়ান কাপের প্রস্তুতিতে মেয়েদের ভরসা ঘরোয়া লিগ

নৌকাডুবিতে ভ্যালেন্সিয়া কোচ ও তাঁর তিন সন্তানের মৃত্যু

রোনালদো-জাদুতে আল নাসরের ইতিহাস

দিয়াবাতের পেনাল্টি মিস, কিংসকে হারাতে পারেনি আবাহনী

না ফেরার দেশে স্কটিশ কিংবদন্তি ফুটবলার

মেলবোর্নে সবুজ উইকেটে খেলতে নেমে বিপাকে চার পেসারের অস্ট্রেলিয়া