হোম > খেলা > ফুটবল

‘রোনালদোর বিকল্প খুঁজতে আপস করবে না ইউনাইটেড’ 

ম্যানচেস্টার ইউনাইটেডের সঙ্গে ক্রিস্টিয়ানো রোনালদোর সম্পর্ক শেষ হওয়ার এক মাস পেরিয়ে গেছে। এই তারকা ফুটবলারের বিকল্প খোঁজাও শুরু হয়ে গেছে। ইউনাইটেড কোচ এরিক টেন হাগ জানিয়েছেন, তাঁর (রোনালদো) বিকল্প খুঁজতে ক্লাব বিন্দুমাত্র ভাববে না। 

ওল্ড ট্রাফোর্ডে আজ প্রিমিয়ার লিগের ম্যাচে মুখোমুখি হবে ম্যানচেস্টার ইউনাইটেড ও নটিংহাম ফরেস্ট। এই ম্যাচের আগে একজন স্ট্রাইকারের অভাব বোধ করেছেন টেন হাগ। সরাসরি না বললেও হয়তো রোনালদোর কথাই বলেছেন ইউনাইটেড কোচ। ডাচ এই কোচ বলেন, ‘আমরা জানি যে একজন স্ট্রাইকারকে আমরা হারিয়েছি। তবে যোগ্য একজনকে দলে দরকার। সেটা শুধু নামমাত্র খেলোয়াড় বাড়ানো না, খুব উচ্চ মানসম্পন্ন খেলোয়াড় আমাদের দরকার।’ 
 
এর আগে গত সপ্তাহে রোনালদোকে ৮১ শব্দের বিদায়ী সম্মাননা দিয়েছিল ম্যান ইউ। রেড ডেভিলের জার্সিতে রোনালদোর অর্জন উল্লেখ করেছিল ইউনাইটেড কর্তৃপক্ষ, যেখানে দুই দফায় ইউনাইটেডের জার্সিতে ৩৪৬ ম্যাচ খেলেন রোনালদো। করেছেন ১৪৫ গোল এবং অ্যাসিস্ট করেছেন ৬৪ গোলে। ক্লাব ক্যারিয়ারের ৭০০তম গোল করেছিলেন রেড ডেভিলের জার্সিতেই। প্রথম ফুটবলার হিসেবে ক্লাব ক্যারিয়ারে ৭০০ গোলের মাইলফলক অর্জন করেছিলেন পর্তুগিজ এই তারকা। ম্যানইউর হয়ে তিনটি প্রিমিয়ার লিগ, দুটি লিগ কাপ এবং একটি করে চ্যাম্পিয়নস লিগ ও ক্লাব বিশ্বকাপ জিতেছিলেন পর্তুগিজ এই তারকা ফুটবলার।

কলম্বিয়ায় ফুটবল ম্যাচে সহিংসতায় আহত ৫৯

ইরানে ম্যাচ না খেলে দুই বছর নিষিদ্ধ ভারতের মোহনবাগান

৫ গোলের থ্রিলারে রহমতগঞ্জের জয়, অঘটনের শিকার আবাহনী

লুসাইলে ফিরল আর্জেন্টিনার স্মৃতি, মরক্কোকে রাষ্ট্রপ্রধানের অভিনন্দন

আর্জেন্টিনা-স্পেনের ‘ফিনালিসিমা’ কবে, কখন, কোথায়

১৪ জানুয়ারি ঢাকায় আসছে ফিফা বিশ্বকাপের ট্রফি

রোনালদোর রেকর্ড ভাঙার আরও কাছে এমবাপ্পে, বেঁচে গেল রিয়াল

২০২৬ বিশ্বকাপে চ্যাম্পিয়ন দল পাবে ৬১০ কোটি টাকা

ছয় মাস আগে গাড়ি চালিয়ে লিভারপুলের ভক্ত-সমর্থকদের আহত করার শাস্তি পেলেন তিনি

কলকাতায় বিশৃঙ্খল অবস্থার জন্য মেসিকে দায়ী করলেন গাভাস্কার