হোম > খেলা > ফুটবল

কুবারসির জন্য বার্সা রিলিজ ক্লজ ধরল ৬৩০০ কোটি টাকা

‘কু কু কুবারসি’—কদিন আগে গ্যালারিতে এভাবেই পাউ কুবারসিকে নিয়ে স্লোগান দিয়েছে বার্সেলোনার সমর্থকেরা। চ্যাম্পিয়নস লিগের কোয়ার্টার ফাইনালের প্রথম লেগে প্যারিসে কিলিয়ান এমবাপ্পেকে দুর্দান্তভাবে ট্যাকল করে সবাইকে তাক লাগিয়ে দিয়েছিলেন ১৭ বছর বয়সী এই ডিফেন্ডার। 

পিএসজির বিপক্ষে সেই ম্যাচ জিতলেও নিজেদের মাঠে ফিরতি লেগে হারায় সেমিফাইনালে যাওয়া হয়নি বার্সার। তবে কুবারসি জানিয়ে দিয়েছেন, তিনি কাতালোনিয়ানদের রক্ষণভাগ সামলাতে প্রস্তুত। এমন সম্ভাবনাময়ী তরুণের সঙ্গে চুক্তি বাড়াতে দ্বিতীয়বার ভাবেনি বার্সাও। 

আজ এক বিবৃতিতে কুবারসির সঙ্গে ২০২৭ সাল পর্যন্ত চুক্তি নবায়নের ঘোষণা দিয়েছে লা লিগার ক্লাবটি। সঙ্গে বার্সা স্প্যানিশ ডিফেন্ডারের রিলিজ ক্লজ ধরেছে ৫০০ মিলিয়ন ইউরো (৬৩০০ কোটি ৬০ লাখ টাকা)। বার্সার সঙ্গে চুক্তি থাকাকালীন কুবারসিকে কিনতে চাইলে এ পরিমাণ অর্থ অঙ্কই গুনতে হবে। 

এ নিয়ে বার্সা এক বিবৃতিতে বলেছে, ‘বার্সেলোনা এবং পাউ কুবারসি চুক্তি বাড়াতে রাজি হয়েছে। এই চুক্তি থাকবে ২০২৭ সালের ৩০ জুন পর্যন্ত।’ সঙ্গে ক্লাবটি এ-ও জানায়, কুবারসির রিলিজ ক্লজ রাখা হয়েছে ৫০০ মিলিয়ন ইউরো। 

কোচ জাভি হার্নান্দেজের অধীনে এ মৌসুমে লা লিগায় অভিষেক হয়েছে কুবারসির। লিগে ১৫ ম্যাচ খেলে ফেলেছেন লা মাসিয়া থেকে উঠে আসা এই তরুণ।

শ্রীলঙ্কার জালে ৫ গোল দিয়ে বাংলাদেশের দ্বিতীয় জয়

ক্রিকেটে টান নেই মাশরাফির

এবার নেপালকে হারাল বাংলাদেশের মেয়েরা

হারের পর রেফারিকে দুষছে বার্সেলোনা

‘মরক্কো-সেনেগাল ফাইনালে যা হয়েছে, তা আফ্রিকার জন্য অবমাননাকর’

ফুটসালে বাংলাদেশের ছেলেদের প্রথম জয়

অল্পের জন্য রোনালদোর নামে গোলটা হলো না

বাফুফের হাতে বিশ্বকাপের ৩৩০ টিকিট, পাবেন কীভাবে

এবার সিলেটে খেলবেন হামজা-শমিতরা

পিছিয়ে থেকেও বাংলাদেশের স্বস্তির ড্র