হোম > খেলা > ফুটবল

রোনালদোর সঙ্গে দেখা হওয়ার আগে জর্জিনা থাকতেন গুদাম ঘরে

ক্রিস্টিয়ানো রোনালদোর প্রেমিকা হিসেবে বিশ্বব্যাপী পরিচিত জর্জিনা রদ্রিগেজ। তাঁর গল্পটা দোকান কর্মচারী থেকে কোটিপতি হওয়ার। এবার জানা গেল, রোনালদোর সঙ্গে দেখা হওয়ার আগে জর্জিনার থাকার জায়গা কেমন ছিল তাঁর বর্ণনাও।

ওটিটি প্ল্যাটফর্ম নেটফ্লিক্সে কদিনের মধ্যে মুক্তি পাবে জর্জিনার জীবন নিয়ে বানানো একটি ভিডিওচিত্র। যেখানে দারিদ্র্যের মধ্যে বেড়ে ওঠা থেকে রোনালদোর সঙ্গে পরিচয়সহ জীবনের নানা দিক তুলে ধরবেন তিনি। সেই ডকুমেন্টারির একটি জায়গায় রোনালদোর সঙ্গে পরিচয়ের আগে কেমন ঘরে থাকতেন তার বর্ণনাও দিয়েছেন জর্জিনা। 

সামনে আসা ভিডিওচিত্রের সেই অংশে জর্জিনা বলেছেন, রোনালদোর সঙ্গে দেখা হওয়ার আগে মাসিক ২৫০ পাউন্ডের একটি বাসায় ভাড়া থাকতেন তিনি। যেখানে ঘর ঠান্ডা বা গরম করার কোনো ব্যবস্থা ছিল না। যে কারণে শীতের সময় ঠান্ডায় কষ্ট পেতে হতো তাঁকে, আর গরমের সময় হতে হতো সিদ্ধ। 

স্পেনের রাজধানী মাদ্রিদে নিজের শুরুর দিকের অভিজ্ঞতা নিয়ে জর্জিনা বলেন, ‘মাদ্রিদে আমার আগমনের অভিজ্ঞতা ছিল ভয়াবহ। আমি ২৫০ পাউন্ডের কাছাকাছি দামের সস্তা ফ্ল্যাটের খোঁজ করছিলাম। পরে একটি বাসায় উঠেছিলাম যেটি ছিল মূলত গুদাম ঘর। শীতের সময় ঘরটি ঠান্ডায় জমে যেত আর গরমের সময় চুলার মতো গরম হয়ে যেত। আমার জীবন বদলে যায় যেদিন রোনালদোর সঙ্গে দেখা হয় সেদিন থেকে।’

বিশ্বকাপ ট্রফি এখন ঢাকায়

সাফ ফুটসালে বাংলাদেশের খেলা দেখাবে কোথায়

আজ ঢাকায় ফুটবল বিশ্বকাপের ট্রফি কোথায়, কারা দেখতে পাবেন

আসল সমস্যা আড়াল করে কোচ বদলেই কি মুক্তি রিয়ালের

নতুন কোচ পেল ম্যানচেস্টার ইউনাইটেড, থাকবেন কত দিন

ঢাকায় বিশ্বকাপ ট্রফির সঙ্গে আসছেন ব্রাজিলের বিশ্বকাপজয়ী ফুটবলার

আলোনসোর জায়গায় আরবেলোয়াকে কেন নিল রিয়াল

৭ মাসেই বরখাস্ত আলোনসো, রিয়ালের নতুন কোচ হয়েছেন কে

বার্সেলোনাকে গার্ড অব অনার দিতে এমবাপ্পের বাধা

‘রিয়ালের বিপক্ষে শিরোপা মানেই দারুণ কিছু’