হোম > খেলা > ফুটবল

বান্ধবীর বাড়ি থেকে নেইমারের মেয়েকে তুলে নিয়ে যাওয়ার চেষ্টা

ব্রাজিলের তারকা ফুটবলার নেইমারের এক মাস বয়সী কন্যাকে অপহরণের চেষ্টা করেছে একদল সশস্ত্র ডাকাত। নেইমারের বান্ধবী ব্রুনা বিয়ানকার্ডির সাও পাওলোর বাড়িতে ডাকাতেরা ওই চেষ্টা চালায় বলে আজ বুধবার এক প্রতিবেদনে জানিয়েছে স্কাই নিউজ। 

প্রতিবেদনে বলা হয়েছে, অস্ত্র নিয়ে ডাকাতেরা যখন ব্রুনার বাড়িতে হামলা চালায়, সে সময় কন্যাকে নিয়ে তিনি বাড়িতে ছিলেন না। ওই বাড়িটিতে তখন অবস্থান করছিলেন ব্রুনার মা-বাবা। 

সাও পাওলোর ওই বাড়িটিতে প্রবেশ করে ডাকাতেরা প্রথমেই ব্রুনা এবং তাঁর কন্যার খোঁজ করে। পরে তাঁদের না পেয়ে লুটপাট চালায়। লুটপাটের সময় ব্রুনার মা-বাবাকে কোনো আঘাত না করলেও তাঁদের বেঁধে রাখা হয়েছিল। 

ঘটনার পরপরই ব্যবস্থা নিয়েছে পুলিশ। সিসিটিভি ফুটেজে দেখা গেছে, তিন দুষ্কৃতকারী অস্ত্র নিয়ে ব্রুনার বাড়িতে ঢোকেন। এদের মধ্যে ২০ বছর বয়সী একজনকে পুলিশ ইতিমধ্যেই গ্রেপ্তার করেছে। 

পুলিশ জানিয়েছে, গ্রেপ্তার হওয়া ব্যক্তি ব্রুনার বাড়ির কাছাকাছি এলাকাতেই বসবাস করেন। বাকি দুজনকে ধরার চেষ্টা করছে পুলিশ। 

ডাকাতেরা ওই বাড়ি থেকে ঘড়ি, গয়না এবং কয়েকটি ব্যাগ নিয়ে পালিয়েছে গেছে। 

নেইমার বর্তমানে সৌদি আরবের ক্লাব আল-হিলালের হয়ে খেলেন। তবে চোট থাকায় আপাতত দলের বাইরে আছেন। 

উল্লেখ্য, গত ৭ অক্টোবর কন্যা সন্তানের জন্ম দেন ব্রুনা। সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্রুনা সহ সন্তানের ছবি পোস্ট করে খবরটি জানিয়েছিলেন নেইমার নিজেই।

বিশ্বকাপে কোথায় হবে ফ্রান্স ও জার্মানির অনুশীলন ক্যাম্প

সালাহর সামনে আরেকটি সুযোগ, কেমন হলো আফকনের সেমিফাইনালের লাইনআপ

এই এল ক্লাসিকোই কি আলোনসোর ‘ফাইনাল’

মেসিকে নিয়ে আর্জেন্টিনা কোচের কণ্ঠে ‘পুরোনো সুর’

ফুরাল ২২ বছরের অপেক্ষা, মাটিতে পা রেখে শিরোপায় চোখ মরক্কোর

বেগম খালেদা জিয়ার মৃত্যুতে ফিফা সভাপতির শোক

বাবা হারানোর শোক ছাপিয়ে ফুটবলে আলো ছড়াচ্ছে ১৩ বছরের অনন্যা

বার্সার বিপক্ষে প্রতিশোধের ফাইনালে কি খেলছেন এমবাপ্পে

মোহামেডানের ‘আতা ভাই’ আর নেই

কোয়ার্টার ফাইনালে মিসরকে পেল আইভরি কোস্ট, চূড়ান্ত লাইনআপটা কী