হোম > খেলা > ফুটবল

সিরিয়ার সামনে দাঁড়াতেই পারলেন না বাংলাদেশের যুবারা

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

সিরিয়া কী মানের দল, সেটা হাড়ে হাড়ে টের পেয়েছে বাংলাদেশের যুবারা। গতকাল শনিবার এএফসি অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপের বাছাইয়ের প্রথম ম্যাচেই সিরিয়ার কাছে ৪-০ গোলে হেরেছেন মিরাজুলরা। 

বৃষ্টি বাগড়ায় এ দিন বিলম্বে শুরু হয় ম্যাচটি। আর মাঠে নামার পাঁচ মিনিটের মাথায় প্রথম গোল হজম করে ফেলে বাংলাদেশ। এরপর ম্যাচে সমতা ফেরার আগেই ব্যবধান দ্বিগুণ করে ফেলে সিরিয়া। প্রথমার্ধে দুই একটি আক্রমণ ছাড়া আশা জাগানিয়া তেমন কিছুই করতে পারেনি মারুফুল হকের দল। তাতে ২-০ গোলে পিছিয়ে থেকেই বিরতিতে যায় তারা। 

বিরতির পর লাল জার্সিদারিদের আক্রমণের গতি আরও বাড়ে। বাংলাদেশের যুবারা কিছুতেই সেই গতির সঙ্গে কুলিয়ে উঠতে পারেনি। শেষ পর্যন্ত দ্বিতীয়ার্ধে আরও দুবার বাংলাদেশের জালে বল জড়ায় সিরিয়া। 

এর আগে দেশ ছাড়ার সময় এই টুর্নামেন্ট নিয়ে নিরাশার কথা শুনিয়েছিলেন অনূর্ধ্ব-২০ দলের কোচ মারুফুল হক। প্রথম ম্যাচেই সেই ছায়া দেখা গেল। 

গ্রুপ পর্বে ২৩ সেপ্টেম্বর বাংলাদেশের খেলা গুয়ামের বিপক্ষে। ভিয়েতনাম ও ভুটানের বিপক্ষে পরের দুটি ম্যাচ যথাক্রমে ২৭ ও ২৯ সেপ্টেম্বর। এএফসি অনূর্ধ্ব-২০ বাছাইপর্বে ১০ গ্রুপের চ্যাম্পিয়ন ও ৬ সেরা রানার্সআপ খেলবে ২০২৫ সালের চূড়ান্ত পর্বে।

৮ গোলের থ্রিলারে ভারতকে রুখে দিল বাংলাদেশ

প্রথমবার বাংলাদেশে এসেই মুগ্ধ ব্রাজিলের বিশ্বকাপজয়ী ফুটবলার

ফাইনালের লড়াইয়ে সালাহ-মানে, দিয়াজ-ওসিমেন

চ্যাম্পিয়নস লিগ জিতে কত টাকা পেল পিএসজি

ব্রাজিলের হাতে বিশ্বকাপ দেখতে চান বাংলাদেশ অধিনায়ক, যদি...

বিশ্বকাপ ট্রফি এখন ঢাকায়

ফুটসালে আজ বাংলাদেশ-ভারত ম্যাচ দেখাবে কোথায়

আজ ঢাকায় ফুটবল বিশ্বকাপের ট্রফি কোথায়, কারা দেখতে পাবেন

আসল সমস্যা আড়াল করে কোচ বদলেই কি মুক্তি রিয়ালের

নতুন কোচ পেল ম্যানচেস্টার ইউনাইটেড, থাকবেন কত দিন