সান্তিয়াগো বার্নাব্যুতে চোখের নোনাজল ফেলে আসা কাসেমিরো ওল্ড ট্রাফোর্ডে পা রাখতেই মুখে সে কী চওড়া হাসি! ব্রাজিলের তারকা মিডফিল্ডারকে সাদর সম্ভাষণ জানাতেও দেরি করেনি ম্যানচেস্টার ইউনাইটেড সমর্থকেরা।
কাসেমিরো এমন রাতে রেড ডেভিলদের ডেরায় এসেছেন, যে রাতে ইংলিশ প্রিমিয়ার লিগ ইতিহাসেরই সবচেয়ে বড় দ্বৈরথ; তাতে লিভারপুলকে ২-১ ব্যবধানে হারিয়েছে তাঁর নতুন দল ম্যান ইউনাইটেড। ভিআইপি গ্যালারিতে বসে দলের জয় উপভোগ করতে পারায় বেশ উচ্ছ্বসিত তিনি।
পরের ম্যাচ থেকে উচ্ছ্বাসটা অবশ্য মাঠে নেমেই করতে চান কাসেমিরো। সাবেক রিয়াল মাদ্রিদ সতীর্থ ক্রিস্টিয়ানো রোনালদোর সঙ্গে পুনর্মিলনেও তর সইছে না তাঁর। যদিও এরিক টেন হাগের শুরুর একাদশে ব্রাত্য হয়ে পড়া রোনালদো ক্লাব ছাড়তে আরও সপ্তাহখানেক সময় পাচ্ছেন। তবে রিয়ালে থাকতেই কাসেমিরো বলে এসেছেন, পর্তুগিজ মহাতারকার সঙ্গে আবারও বন্ধন গড়ে তোলার অপেক্ষায় তিনি। ম্যান ইউনাইটেডে এসেও সে কথাই বললেন, ‘রোনালদোর সঙ্গে এখনো (গত রাত পর্যন্ত) আমার কথা হয়নি। ওর সঙ্গে আবার খেলতে রোমাঞ্চ নিয়ে অপেক্ষায় আছি। ও অবিশ্বাস্য খেলোয়াড়, বিশ্বসেরাদের একজন। আশা করি ও থেকে যাবে (ওল্ড ট্রাফোর্ডে)।’