ষষ্ঠ শিরোপার মিশনে চোট জর্জর ব্রাজিলের স্কোয়াড। সবগুলো পজিশনে যেন কোনোভাবেই সবাইকে ফিট হিসেবে পাওয়া যাচ্ছেই না। তবুও দুর্দান্ত প্রতাপে কোয়ার্টার ফাইনাল খেলছে পাঁচ বারের চ্যাম্পিয়নরা। সেমিফাইনালে যাওয়ার পথে ক্রোয়েশিয়ার বিপক্ষে দ্বিতীয় রাউন্ডের অপরিবর্তিত দল নিয়ে মাঠে নামছে সেলেসাওরা।
আক্রমণভাগে যথারীতি সবার আগে নাম্বার নাইন হিসেবে রয়েছেন রিচার্লিসন। দুই প্রান্তে রয়েছেন রাফিনহা ও ভিনিসিয়ুস জুনিয়র। আর নাম্বার টেন ভূমিকায় আছেন ব্রাজিলের আক্রমণভাগের সেরা তারকা নেইমার।
৪-২-৩-১ ফরমেশনে মাঝমাঠের প্রহরী হিসেবে রয়েছেন অভিজ্ঞ কাসেমিরো ও লুকাস পাকুয়েতা।
আর গোলপোস্টে ব্রাজিলের এক নম্বর গোলরক্ষক আলিসন বেকার।
এই দল নিয়েই দক্ষিণ কোরিয়ার বিপক্ষে ৪-১ গোলের জয় তুলে নিয়েছিল নেইমাররা।