হোম > খেলা > ফুটবল

রোনালদোকে একাদশে না রাখায় অনুতপ্ত নন সান্তোস

চলতি মৌসুমের শুরু থেকে আলোচনার মুখেই দিন কাটাচ্ছেন ক্রিস্টিয়ানো রোনালদো। ক্লাবে অনিয়মিত হওয়ার পর বোমা ফাটিয়ে এখন ক্লাবহীন রোনালদোর সমস্যা জাতীয় দল পর্যন্তও এসে দাঁড়িয়েছে। 
কাতার বিশ্বকাপের নিজেদের প্রথম দুই ম্যাচে শুরুর একাদশে ছিলেন ক্রিস্টিয়ানো রোনালদো। কিন্তু আশানুরূপ না খেলতে পারায় গ্রুপ পর্বের শেষ ম্যাচ থেকে কোয়ার্টার ফাইনাল পর্যন্ত কোনও ম্যাচেই শুরুর একাদশে স্থান করতে পারেননি এই পর্তুগিজ তারকা।

কোয়ার্টার ফাইনালে মরক্কোর কাছে পরাজয়ের পর তাই পর্তুগাল কোচ ফার্নান্দো সান্তোসের সমালোচনায় মুখর হয়েছেন সিআর সেভেন ভক্তরা। তাদের দাবি, ম্যাচের শুরু থেকে রোনালদো মাঠে থাকলে পরাজয়ের লজ্জায় পড়তে হতো না পর্তুগালকে। তাই এসব সমালোচনার জবাব দিয়েছেন পর্তুগাল কোচ সান্তোস। তাঁকে প্রশ্ন করা হয়েছিল, রোনালদোকে শুরুর একাদশে স্থান না দিয়ে আফসোস রয়েছে কী না, উত্তরে সান্তোস জানিয়েছেন, ‘আমি তা মনে করি না, কোনও আক্ষেপ নেই আমি মনে করি দল সুইজারল্যান্ডের বিপক্ষে খুবই ভালো খেলেছে। ক্রিস্টিয়ানো রোনালদো দারুণ খেলোয়াড়, যখন তাঁকে প্রয়োজন ছিল তখনই সে মাঠে নেমেছে। ফলে কোনো আক্ষেপ নেই।’

মরক্কোর বিপক্ষে কোয়ার্টার ফাইনাল দিয়েই শেষ হয়েছে পর্তুগালের বিশ্বকাপ যাত্রা। অনেকে এখানেই রোনালদোরও আন্তর্জাতিক ক্যারিয়ারের ইতি দেখছেন। তবে আজ এক ফেসবুক পোস্টে অবসর বিষয়ক কোনো বার্তা দেননি ক্রিস্টিয়ানো রোনালদো।

বার্সেলোনাকে গার্ড অব অনার দিতে এমবাপ্পের বাধা

‘রিয়ালের বিপক্ষে শিরোপা মানেই দারুণ কিছু’

বিশ্বকাপে কোথায় হবে ফ্রান্স ও জার্মানির অনুশীলন ক্যাম্প

সালাহর সামনে আরেকটি সুযোগ, কেমন হলো আফকনের সেমিফাইনালের লাইনআপ

এই এল ক্লাসিকোই কি আলোনসোর ‘ফাইনাল’

মেসিকে নিয়ে আর্জেন্টিনা কোচের কণ্ঠে ‘পুরোনো সুর’

ফুরাল ২২ বছরের অপেক্ষা, মাটিতে পা রেখে শিরোপায় চোখ মরক্কোর

বেগম খালেদা জিয়ার মৃত্যুতে ফিফা সভাপতির শোক

বাবা হারানোর শোক ছাপিয়ে ফুটবলে আলো ছড়াচ্ছে ১৩ বছরের অনন্যা

বার্সার বিপক্ষে প্রতিশোধের ফাইনালে কি খেলছেন এমবাপ্পে