হোম > খেলা > ফুটবল

মুচলেকার অর্থ জমা, জামিনে আর বাধা থাকছে না আলভেজের

মুচলেকার ১০ লাখ ইউরো (১১ কোটি ৮৭ লাখ টাকা) জোগাড় করতে না পারায় পিছিয়ে গিয়েছিল জেল থেকে জামিনে দানি আলভেজের ছাড়া পাওয়া। তবে শেষ পর্যন্ত অর্থের সংস্থান করতে পেরেছেন সাবেক ব্রাজিলিয়ান ডিফেন্ডার। এর ফলে জামিনে মুক্তি পেতে আর কোনো বাধা রইল না তাঁর। 

ধর্ষণ মামলায় গত বছর জানুয়ারিতে আটক হওয়ার পর থেকে স্পেনের জেলেই সময় কাটছে আলভেজের। মুচলেকার অর্থ জমা দেওয়ায় প্রায় ১৪ মাস পর জামিনে জেল থেকে ছাড়া পাচ্ছেন তিনি। 

এ ব্যাপারে আদালতের বিবৃতি, ‘আমরা এতদ্দ্বারা জানাচ্ছি যে, দানি আলভেজের জামিনের জমা অর্থ বার্সেলোনা আদালতের ২১তম সেকশনের অ্যাকাউন্টে নিবন্ধিত হয়েছে’। 

গত বছরের ডিসেম্বরে বার্সেলোনার সাটন নাইট ক্লাবের বাথরুমে এক তরুণীকে ধর্ষণের অভিযোগ ওঠে আলভেসের বিরুদ্ধে। ঘটনার তিন সপ্তাহ পর পুলিশ আটক করে বার্সেলোনার সাবেক এই তারকাকে। গত মাসে ধর্ষণের দায়ে আদালত সাড়ে চার বছরের জন্য কারাদণ্ড দেন ৪০ বছর বয়সী আলভেজকে। এই শাস্তির কমানোর জন্য আপিল করেন তিনি। 

গত বুধবার আদালত শর্ত সাপেক্ষে আলভেজের জামিন মঞ্জুর করেন। তবে দেওয়া মুচলেকার জামিনের অর্থ জোগাড় করতে না পারায় জেল থেকে মুক্তি আটকে গিয়েছিল তাঁর।

এবার আমরা যেন সাফে চ্যাম্পিয়ন হই

আফ্রিকার শ্রেষ্ঠত্বের লড়াইয়ে শেষ ষোলোতে কে কাকে পেল

কেন তিন গোলরক্ষক নামিয়েছিল উগান্ডা

ফুটবলে নতুন আশা, ক্রিকেট করেছে হতাশ

হাকিমির ফেরার রাতে গ্রুপ চ্যাম্পিয়ন মরক্কো, ম্যাচ না জিতেও পরের রাউন্ডে মালি

২০২৬ বিশ্বকাপ দেখতে রেকর্ড ১৫ কোটি টিকিটের আবেদন

১০০০ গোল না করা পর্যন্ত অবসর নেবেন না রোনালদো

রোনালদোভক্ত তনিমার দৃষ্টিনন্দন জোড়া গোলে শুরু নারী লিগ

এশিয়ান কাপের প্রস্তুতিতে মেয়েদের ভরসা ঘরোয়া লিগ

নৌকাডুবিতে ভ্যালেন্সিয়া কোচ ও তাঁর তিন সন্তানের মৃত্যু