হোম > খেলা > ফুটবল

সর্বোচ্চ আন্তর্জাতিক ম্যাচ খেলার সামনে রোনালদো

লিগ ফুটবল থেকে আপাতত বিরতিতে খেলোয়াড়রা। লিওনেল মেসি-ক্রিস্টিয়ানো রোনালদোদের ব্যস্ততা এখন আর্ন্তজাতিক ফুটবলকে ঘিরে। কয়েকদিনের জন্য ক্লাবের জার্সি রেখে এখন দেশের দায়িত্ব সামলানোর অপেক্ষায় তাঁরা। 

জাতীয় দলের হয়ে মেসির সর্বশেষ ম্যাচ স্বপ্নের মতো হলেও রোনালদোর জন্য ছিল বিপরীত। তবে বিশ্বকাপে ব্যর্থতার পর জাতীয় দলে ফিরে স্বদেশি সতীর্থদের ভিড়ে অনুশীলেন ফুরফুরে মেজাজেই আছেন রোনালদো। তিন মাস বিরতির পর আগামী শুক্রবার ইউরো ২০২৪ বাছাইপর্বের প্রথম ম্যাচ খেলবেন পর্তূগিজ মহাতারকা। 

নিজেদের মাঠে লিখটেনস্টাইনের বিপক্ষে এই ম্যাচে মাঠে নামলেই দুর্দান্ত এক মাইলফলক স্পর্শ করবেন সিআর সেভেন। আন্তর্জাতিক ক্যারিয়ারে বিশ্বের সবচেয়ে বেশি ম্যাচ খেলার রেকর্ডের সামনে সময়ের অন্যতম সেরা এই ফুটবলার। 

কাজাখাস্তানের বিপক্ষে ২০০৩ সালে অভিষেকের পর ২০ বছরের আর্ন্তজাতিক ক্যারিয়ারে ১৯৬ ম্যাচ খেলেছেন ৩৮ বছর বয়সী রোনালদো। সমান ম্যাচ খেলেছেন কুয়েতের কিংবদন্তি ফুটবলার বাদার আল-মুতাওয়া। কাকতালীয়ভাবে রোনালদোর সঙ্গে বয়স এবং অভিষেকের সময় মিলে যাওয়া মুতাওয়ার করা রেকর্ড অতিক্রম করা সিআর সেভেনের কাছে এখন শুধু সময়ের ব্যাপার। 

রোনালদোর চিরপ্রতিদ্বন্দী হিসেবে যাকে ভাবা হয় সেই মেসি এই রেকর্ডে অনেকটা দূরেই আছেন। আর্জেন্টিনার হয়ে ১৭২ ম্যাচ খেলেছেন বিশ্বকাপজয়ী এই ফুটবলার। জাতীয় দলের হয়ে এখনই অবসরের চিন্তা করছেন না সময়ের সেরা এই দুই ফুটবলার।

শ্রীলঙ্কার জালে ৫ গোল দিয়ে বাংলাদেশের দ্বিতীয় জয়

ক্রিকেটে টান নেই মাশরাফির

এবার নেপালকে হারাল বাংলাদেশের মেয়েরা

হারের পর রেফারিকে দুষছে বার্সেলোনা

‘মরক্কো-সেনেগাল ফাইনালে যা হয়েছে, তা আফ্রিকার জন্য অবমাননাকর’

ফুটসালে বাংলাদেশের ছেলেদের প্রথম জয়

অল্পের জন্য রোনালদোর নামে গোলটা হলো না

বাফুফের হাতে বিশ্বকাপের ৩৩০ টিকিট, পাবেন কীভাবে

এবার সিলেটে খেলবেন হামজা-শমিতরা

পিছিয়ে থেকেও বাংলাদেশের স্বস্তির ড্র