হোম > খেলা > ফুটবল

লিভারপুলের সঙ্গে এমবাপ্পের গুঞ্জনে ‘হাসাহাসি’ করেছেন ক্লপরা

পিএসজিকে ক্লাব ছাড়ার চিঠি দেওয়ার পর থেকেই কিলিয়ান এমবাপ্পের ভবিষ্যৎ ঠিকানা নিয়ে নানান রকম গুঞ্জন চলছে। ইউরোপীয় সংবাদমাধ্যমগুলো তাঁর চুক্তির বিষয়ে বিভিন্ন সময়ে ভিন্ন ভিন্ন ক্লাবের নাম জানাচ্ছে। সেই ধারাবাহিকতায় কিছুদিন আগে শোনা যায় এক বছরের জন্য ফরাসি তারকাকে নিতে চায় লিভারপুল। 

অথচ এ বিষয়ে কিছুই জানেন না ইংলিশ ক্লাবের কোচ ইয়ুর্গেন ক্লপ। তাই যখন সংবাদটি শুনেছেন, সে সময় নাকি এমবাপ্পের লিভারপুলে আসা নিয়ে মজা ও হাসাহাসি করেছেন। শুধু তিনিই নন, তাঁর শিষ্যসহ আরও অনেকে এমন তথ্যে মজা পেয়েছেন। 
স্কাই জার্মানি নামে এক সংবাদমাধ্যমকে ক্লপ বলেছেন, ‘এটি শোনার পর আমরা হাসাহাসি করেছি। বলতে চাই, সত্যিকার অর্থে সে দুর্দান্ত একজন ফুটবলার। কিন্তু আর্থিক কাঠামোর শর্তটা আমাদের সঙ্গে যায় না।’ 

ক্লাবের অন্য কেউ হয়তো এমবাপ্পেকে আনার চেষ্টা করতে পারেন বলে মজার ছলে জানিয়েছেন ক্লপ। তিনি বলেছেন, ‘গল্পের সমাপ্তি এখানেই শেষ করতে চাই না। তবে যত দূর জানি, তেমন কোনো কিছুই হচ্ছে না। হয়তো ক্লাবের কেউ একজন কোনো কিছু করার চেষ্টা করছে। যেন আমাকে চমকে দিতে পারে। তবে আমার আট বছরের মেয়াদে এখানে এমন কিছু ঘটেনি। ঘটনাটি প্রথম হতে পারে।’ 

এই মুহূর্তে প্রাকমৌসুম প্রস্তুতি ম্যাচ খেলতে সিঙ্গাপুরে আছে লিভারপুল। সেখানে বসেই এমবাপ্পের এই সংবাদ শুনতে পান ক্লপ। আগামীকাল বায়ার্ন মিউনিখের বিপক্ষে মাঠে নামার আগে সিঙ্গাপুরে প্রাকপ্রস্তুতি ভালোই হচ্ছে অল রেডদের। গত ৩০ জুলাই স্বদেশি ক্লাব লেস্টার সিটিকে ৪–০ গোলে উড়িয়ে দিয়েছে তারা।

ভারত ম্যাচে দেরি করায় বাফুফেকে দেড় লাখ টাকা জরিমানা

কলম্বিয়ায় ফুটবল ম্যাচে সহিংসতায় আহত ৫৯

ইরানে ম্যাচ না খেলে দুই বছর নিষিদ্ধ ভারতের মোহনবাগান

৫ গোলের থ্রিলারে রহমতগঞ্জের জয়, অঘটনের শিকার আবাহনী

লুসাইলে ফিরল আর্জেন্টিনার স্মৃতি, মরক্কোকে রাষ্ট্রপ্রধানের অভিনন্দন

আর্জেন্টিনা-স্পেনের ‘ফিনালিসিমা’ কবে, কখন, কোথায়

১৪ জানুয়ারি ঢাকায় আসছে ফিফা বিশ্বকাপের ট্রফি

রোনালদোর রেকর্ড ভাঙার আরও কাছে এমবাপ্পে, বেঁচে গেল রিয়াল

২০২৬ বিশ্বকাপে চ্যাম্পিয়ন দল পাবে ৬১০ কোটি টাকা

ছয় মাস আগে গাড়ি চালিয়ে লিভারপুলের ভক্ত-সমর্থকদের আহত করার শাস্তি পেলেন তিনি