হোম > খেলা > ফুটবল

মেসির কাছে শিখতে চান ইন্টার মিয়ামির কোচ

ফুটবলে কোচই সর্বেসর্বা। তাঁর কৌশলেই শিষ্যরা মাঠে খেলবেন এটাই ফুটবলের নিয়ম। গুরুর কাছে শিষ্যরা জানবেন, শিখবেন এটাই স্বাভাবিক। কিন্তু কোনো দলের কোচ যদি শিষ্যের কাছেই শিখতে চান, তখন বিষয়টা একটু অন্যরকমই বটে।

এই অন্যরকম ইচ্ছাই প্রকাশ করেছেন ইন্টার মিয়ামির কোচ ফিল নেভিল। মেজর লিগ সকারের ক্লাবটির কোচ যাঁর কাছে শিখতে চেয়েছেন, তিনি হচ্ছেন অতিমানবীয় একজন। বিশ্ব ফুটবলে যাঁর পরিচয় ‘ভিনগ্রহের’ খেলোয়াড় নামে। সেই ফুটবলার হচ্ছেন লিওনেল মেসি।

যদিও এখন পর্যন্ত মেসি নেভিলের শিষ্য হননি। হবেন কি না, সেটিরও নিশ্চিয়তা নেই। তবে অনেক দিন ধরেই গুঞ্জন চলছে ক্যারিয়ারের গোধূলিলগ্নে ক্লাবটিতে যেতে পারেন আর্জেন্টাইন অধিনায়ক। বর্তমানে পিএসজির হয়ে খেলছেন তিনি। এই মৌসুমেই চুক্তির মেয়াদ শেষ হলেও সময় বাড়াতে দুই পক্ষ রাজি রয়েছে বলে জানা গেছে। খুব শিগগির আনুষ্ঠানিক ঘোষণাও আসতে পারে।

অন্যদিকে মিরাকল কিছু ঘটার অপেক্ষায় আছেন নেভিল। সাবেক ম্যানচেস্টার ইউনাইটেডের ফুটবলার বলেছেন, ‘তার মতো খেলোয়াড়কে সই করানো কঠিন। যদি মেসি আসে, খুশি হব। আর তার কাছে কিছু শিখব।’ সই করানো কঠিন হলেও মেসির বিষয়ে এখনই আশাহত হতে চান না তিনি। তবে সাবেক ইংলিশ ফুটবলারের এই ইচ্ছা পূরণ হবে কি না, তা সময়ই বলবে। মেসিকে নিয়ে এই গুঞ্জন যদি সত্যিও হয়, তখন তিনি দলটির কোচ থাকবেন কি না, সেটিও দেখার বিষয়। 

নিজের আরাধ্য স্বপ্ন বিশ্বকাপ জয়ের পর আজই প্রথমবারের মতো পিএসজির হয়ে খেলবেন মেসি। ঘরের মাঠ পার্ক দে প্রিন্সেসে রাত ২টায় অঁজের বিপক্ষে খেলতে নামবেন এলএম টেন। ছুটিতে থাকায় আজকের ম্যাচে পাবেন না ক্লাব সতীর্থ কিলিয়ান এমবাপ্পেকে।

‘রিয়ালের বিপক্ষে শিরোপা মানেই দারুণ কিছু’

বিশ্বকাপে কোথায় হবে ফ্রান্স ও জার্মানির অনুশীলন ক্যাম্প

সালাহর সামনে আরেকটি সুযোগ, কেমন হলো আফকনের সেমিফাইনালের লাইনআপ

এই এল ক্লাসিকোই কি আলোনসোর ‘ফাইনাল’

মেসিকে নিয়ে আর্জেন্টিনা কোচের কণ্ঠে ‘পুরোনো সুর’

ফুরাল ২২ বছরের অপেক্ষা, মাটিতে পা রেখে শিরোপায় চোখ মরক্কোর

বেগম খালেদা জিয়ার মৃত্যুতে ফিফা সভাপতির শোক

বাবা হারানোর শোক ছাপিয়ে ফুটবলে আলো ছড়াচ্ছে ১৩ বছরের অনন্যা

বার্সার বিপক্ষে প্রতিশোধের ফাইনালে কি খেলছেন এমবাপ্পে

মোহামেডানের ‘আতা ভাই’ আর নেই