হোম > খেলা > ফুটবল

মেসির কাছে শিখতে চান ইন্টার মিয়ামির কোচ

ফুটবলে কোচই সর্বেসর্বা। তাঁর কৌশলেই শিষ্যরা মাঠে খেলবেন এটাই ফুটবলের নিয়ম। গুরুর কাছে শিষ্যরা জানবেন, শিখবেন এটাই স্বাভাবিক। কিন্তু কোনো দলের কোচ যদি শিষ্যের কাছেই শিখতে চান, তখন বিষয়টা একটু অন্যরকমই বটে।

এই অন্যরকম ইচ্ছাই প্রকাশ করেছেন ইন্টার মিয়ামির কোচ ফিল নেভিল। মেজর লিগ সকারের ক্লাবটির কোচ যাঁর কাছে শিখতে চেয়েছেন, তিনি হচ্ছেন অতিমানবীয় একজন। বিশ্ব ফুটবলে যাঁর পরিচয় ‘ভিনগ্রহের’ খেলোয়াড় নামে। সেই ফুটবলার হচ্ছেন লিওনেল মেসি।

যদিও এখন পর্যন্ত মেসি নেভিলের শিষ্য হননি। হবেন কি না, সেটিরও নিশ্চিয়তা নেই। তবে অনেক দিন ধরেই গুঞ্জন চলছে ক্যারিয়ারের গোধূলিলগ্নে ক্লাবটিতে যেতে পারেন আর্জেন্টাইন অধিনায়ক। বর্তমানে পিএসজির হয়ে খেলছেন তিনি। এই মৌসুমেই চুক্তির মেয়াদ শেষ হলেও সময় বাড়াতে দুই পক্ষ রাজি রয়েছে বলে জানা গেছে। খুব শিগগির আনুষ্ঠানিক ঘোষণাও আসতে পারে।

অন্যদিকে মিরাকল কিছু ঘটার অপেক্ষায় আছেন নেভিল। সাবেক ম্যানচেস্টার ইউনাইটেডের ফুটবলার বলেছেন, ‘তার মতো খেলোয়াড়কে সই করানো কঠিন। যদি মেসি আসে, খুশি হব। আর তার কাছে কিছু শিখব।’ সই করানো কঠিন হলেও মেসির বিষয়ে এখনই আশাহত হতে চান না তিনি। তবে সাবেক ইংলিশ ফুটবলারের এই ইচ্ছা পূরণ হবে কি না, তা সময়ই বলবে। মেসিকে নিয়ে এই গুঞ্জন যদি সত্যিও হয়, তখন তিনি দলটির কোচ থাকবেন কি না, সেটিও দেখার বিষয়। 

নিজের আরাধ্য স্বপ্ন বিশ্বকাপ জয়ের পর আজই প্রথমবারের মতো পিএসজির হয়ে খেলবেন মেসি। ঘরের মাঠ পার্ক দে প্রিন্সেসে রাত ২টায় অঁজের বিপক্ষে খেলতে নামবেন এলএম টেন। ছুটিতে থাকায় আজকের ম্যাচে পাবেন না ক্লাব সতীর্থ কিলিয়ান এমবাপ্পেকে।

শ্রীলঙ্কার জালে ৫ গোল দিয়ে বাংলাদেশের দ্বিতীয় জয়

ক্রিকেটে টান নেই মাশরাফির

এবার নেপালকে হারাল বাংলাদেশের মেয়েরা

হারের পর রেফারিকে দুষছে বার্সেলোনা

‘মরক্কো-সেনেগাল ফাইনালে যা হয়েছে, তা আফ্রিকার জন্য অবমাননাকর’

ফুটসালে বাংলাদেশের ছেলেদের প্রথম জয়

অল্পের জন্য রোনালদোর নামে গোলটা হলো না

বাফুফের হাতে বিশ্বকাপের ৩৩০ টিকিট, পাবেন কীভাবে

এবার সিলেটে খেলবেন হামজা-শমিতরা

পিছিয়ে থেকেও বাংলাদেশের স্বস্তির ড্র