হোম > খেলা > ফুটবল

‘নিজে বিশ্রাম না নেওয়া পর্যন্ত খেলবে মেসি’ 

ইন্টার মায়ামিতে এসে ব্যস্ত সময় কাটাচ্ছেন লিওনেল মেসি। ব্যস্ত সূচির কারণে নিশ্বাস ফেলারই যেন সময় পাচ্ছেন না তিনি। তবু এক ম্যাচও বিশ্রাম নেননি আর্জেন্টিনার বিশ্বজয়ী ফুটবলার। 

লিগস কাপে ক্রুজ আজুলের বিপক্ষে ম্যাচ দিয়ে মায়ামির জার্সিতে অভিষেক হয় মেসির। ডিআরভি পিএনকে স্টেডিয়ামে ২২ জুলাই হয়েছিল এই ম্যাচ। এরপর আরও ৬ ম্যাচ খেলেছে ইন্টার মায়ামি, যার সর্বশেষ ছিল ২০ আগস্ট লিগস কাপের ফাইনাল। মেসি খেলেছেন সব ম্যাচেই। আর প্রত্যেক ম্যাচেই গোল করে দলের জয়ে অবদান রেখেছেন। 

লিগস কাপ শেষ হতে না হতেই আবারও মাঠে নামতে হবে ইন্টার মায়ামিকে। বুধবার ইউএস ওপেন কাপের সেমিফাইনালে সিনসিনাটির বিপক্ষে খেলবে মায়ামি। ৩৩ দিনের মধ্যে মায়ামিকে খেলতে হচ্ছে ৮ ম্যাচ। শরীরের ওপর বেশ ধকল যাচ্ছে দেখেই তাঁকে বিশ্রামের পরামর্শ দিয়েছিলেন কোচ জেরার্ডো টাটা মার্টিনো। তবে ফুটবলের প্রতি যে মেসির এত ভালোবাসা, তিনি তো আর বিশ্রাম নেওয়ার পাত্র নন। সাংবাদিকদের গতকাল মার্টিনো বলেন, ‘কয়েক দিন আগে আমাদের আলাপ আলোচনা হয়েছিল যে তার (মেসি) বিশ্রাম নেওয়া উচিত। যাতে সে ৩-৪ দিনে পুরো সুস্থ হতে পারে। আশা করি, তা (বিশ্রাম) বুধবার হবে না। আপনারা জানেন যে সে কতটা খেলা পাগল। তাই যতক্ষণ না সে কিছু বলছে, সে খেলবে।’ 

ইন্টার মায়ামিতে এসেই চ্যাম্পিয়ন হয়েছেন মেসি। লিগস কাপ জিতে প্রথমবারের মতো কোনো মেজর শিরোপাও জিতেছে মায়ামি। আর আন্তর্জাতিক, ক্লাব ফুটবল মিলে ৪৪ শিরোপা জিতেছেন তিনি। সবচেয়ে বেশি ৩৫ শিরোপা জিতেছেন বার্সেলোনার হয়ে। ৫টি ও ৩টি শিরোপা জিতেছেন আর্জেন্টিনা ও পিএসজির হয়ে। গত বছরের ১৮ ডিসেম্বর আর্জেন্টিনার জার্সিতে প্রথমবার বিশ্বকাপ জেতেন মেসি।

কেন তিন গোলরক্ষক নামিয়েছিল উগান্ডা

ফুটবলে নতুন আশা, ক্রিকেট করেছে হতাশ

হাকিমির ফেরার রাতে গ্রুপ চ্যাম্পিয়ন মরক্কো, ম্যাচ না জিতেও পরের রাউন্ডে মালি

২০২৬ বিশ্বকাপ দেখতে রেকর্ড ১৫ কোটি টিকিটের আবেদন

১০০০ গোল না করা পর্যন্ত অবসর নেবেন না রোনালদো

রোনালদোভক্ত তনিমার দৃষ্টিনন্দন জোড়া গোলে শুরু নারী লিগ

এশিয়ান কাপের প্রস্তুতিতে মেয়েদের ভরসা ঘরোয়া লিগ

নৌকাডুবিতে ভ্যালেন্সিয়া কোচ ও তাঁর তিন সন্তানের মৃত্যু

রোনালদো-জাদুতে আল নাসরের ইতিহাস

দিয়াবাতের পেনাল্টি মিস, কিংসকে হারাতে পারেনি আবাহনী