হোম > খেলা > ফুটবল

অষ্টম ব্যালন ডি’অর নিয়ে ভাবছেন না মেসি

ক্যারিয়ারে যা অপূর্ণতা ছিল, সর্বশেষ কাতার বিশ্বকাপে তা পূর্ণ করেছেন লিওনেল মেসি। টুর্নামেন্টের সেরা খেলোয়াড় হয়ে আর্জেন্টিনাকে ৩৬ বছর পর তৃতীয় বিশ্বকাপ জিতিয়েছেন তিনি। সঙ্গে নিজের ষোলোকলা পূর্ণ করেছেন ফুটবল জাদুকর। 

এমন পারফরম্যান্সের জন্য স্বাভাবিকভাবেই ব্যালন ডি’অর জেতায় এগিয়ে রয়েছেন মেসি। অনেকে ধারণা করছেন, ক্যারিয়ারের অষ্টম ব্যালন ডি’অর জিততে যাচ্ছেন তিনি। আগামী ৩০ অক্টোবর তাঁর হাতেই সেরা পুরস্কারটি উঠবে—এমন অভিমতও ফুটবল বিশেষজ্ঞদের। 

অন্যরা এ নিয়ে মাথা ঘামালেও নিজে কিন্তু পুরস্কারটি নিয়ে ভাবছেন না মেসি। গতকাল লিগস কাপের ফাইনালের সংবাদ সম্মেলনে তেমনই জানালেন ৩৬ বছর বয়সী তারকা। ইন্টার মায়ামিতে যোগ দেওয়ার পর প্রথমবারের মতো কোনো সংবাদ সম্মেলনে এসেছিলেন আর্জেন্টিনার অধিনায়ক। 

সংবাদ সম্মেলনে ব্যালন ডি’অরের বিষয়ে প্রশ্ন করা হলে নির্লিপ্ততা প্রকাশ করেন মেসি। মায়ামির অধিনায়ক বলেছেন, ‘স্বীকৃতির ক্ষেত্রে এটি খুবই গুরুত্বপূর্ণ পুরস্কার। কিন্তু এটা নিয়ে আর ভাবছি না। আপনারা জানেন, দল হিসেবে ট্রফি জেতা সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়।’ 

ক্যারিয়ারে সাতবার ব্যালন ডি’অর জিতেছেন মেসি। ঘরের ‘সম্পত্তি’ বানিয়ে ফেলা এই পুরস্কারের সঙ্গে আরও অনেক ব্যক্তিগত পুরস্কার জিতেছেন সাবেক বার্সেলোনা ও পিএসজি তারকা। নামের পাশে খালি ছিল শুধু বিশ্বকাপ না থাকা। কাতার বিশ্বকাপে সেই আক্ষেপ ঘোচানোয় ব্যালন ডি’অর নিয়ে না ভাবার ব্যাখ্যা দিয়েছেন তিনি। 

মেসি বলেছেন, ‘সৌভাগ্যবান যে ক্যারিয়ারে এমন ট্রফি অনেক জিতেছি। শুধু বিশ্বকাপ না পাওয়ার অপূর্ণতা ছিল। তাই এখন আর এই ট্রফি নিয়ে খুব বেশি ভাবছি না। বিশ্বকাপ জয়ই গুরুত্বপূর্ণ ছিল এবং মুহূর্তগুলো উপভোগ করছি। যদি পাই ভালো।, না পেলেও সমস্যা নাই।’

চলে গেলেন বাংলাদেশের সাবেক ফুটবলার নীরা

৩ গোলে পিছিয়ে থেকেও কিংসকে রুখে দিল ফকিরেরপুল

পারিশ্রমিক না পেয়ে ৪ মাসেই বসুন্ধরা ছাড়লেন কিউবা মিচেল

পয়েন্ট খুইয়ে বছর শুরু মোহামেডানের

লিগের সম্প্রচার বন্ধ, কী বলছে বাফুফে

লিগের মাঝপথে মোহামেডান ছাড়ার ঘোষণা মুজাফফরভের

মেসির সঙ্গে হচ্ছে না নেইমারের পুনর্মিলন, এখন কী হবে

হাঁটু্র চোটে এমবাপ্পে, অনিশ্চয়তায় রিয়াল মাদ্রিদ

আফ্রিকার শ্রেষ্ঠত্বের লড়াইয়ে শেষ ষোলোতে কে কাকে পেল

কেন তিন গোলরক্ষক নামিয়েছিল উগান্ডা