হোম > খেলা > ফুটবল

২৫ বছরের ছোট নারীর সঙ্গে প্রেম করছেন এই ব্রাজিলিয়ান কিংবদন্তি

ব্রাজিলের ১৯৯৪ বিশ্বকাপ জয়ের নায়ক রোমারিও। সর্বকালের সেরা ফুটবল তারকাদেরও একজন এই ব্রাজিলিয়ান কিংবদন্তি। বিভিন্ন ঘটনায় আলোচিত-সমালোচিত রোমারিও প্রেমসংক্রান্ত ঘটনায় আরেকবার আলোচনায় এলেন। জানা গেছে, নিজের চেয়ে ২৫ বছরের ছোট নারীর সঙ্গে প্রেম করেছেন সাবেক এই বার্সা ফুটবলার।

সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে নতুন প্রেমিকার সঙ্গে ছবিও পোস্ট করেছেন ৫৬ বছর বয়সী রোমারিও। একটি র‍্যাপ উৎসবে ৩১ বছর বয়সী ব্লন্ডে মার্সেলে সিওলিনের সঙ্গে দেখা যায় তাঁকে। জানা গেছে, সিওলিনেকে এরই মধ্যে পরিবার ও বন্ধুদের সঙ্গেও পরিচয় করিয়ে দিয়েছেন রোমারিও।

এ ছাড়া রোমারিও এবং মার্সেলেকে একসঙ্গে একটি রেস্টুরেন্টের ছাদে ডেটিং করতে দেখা গেছে। এই দুই অসম বয়সী জুটির প্রেম নিয়ে বেশ আলোচনাও চলছে ফুটবল অঙ্গনে। 

নিজের চেয়ে বয়সে ছোট নারীদের সঙ্গে রোমারিওর প্রেমের ঘটনা অবশ্য এবারই প্রথম নয়। এর আগে ২২ বছর বয়সী আনা ক্যারোলিন নাজারিওর সঙ্গেও প্রেম করেছেন রোমারিও। আনা রোমারিওর চেয়ে বয়সে ৩১ বছরের ছোট ছিলেন। 

ফুটবলার হিসেবে অনন্য উচ্চতা স্পর্শ করা রোমারিও একই সময়ে একাধিক সম্পর্কে জড়িয়েও আলোচনায় এসেছিলেন। এমনকি ছয় সন্তানের জনক রোমারিওকে সন্তানের পরিচয় নিশ্চিত হওয়ার জন্য ডিএনএ টেস্টও করাতে হয়েছিল একবার। 

ব্রাজিলের বিশ্বকাপ জয়ের নায়ক রোমারিওকে সর্বকালের অন্যতম সেরা স্ট্রাইকারদের একজন হিসেবে বিবেচনা করা হয়।

‘রিয়ালের বিপক্ষে শিরোপা মানেই দারুণ কিছু’

বিশ্বকাপে কোথায় হবে ফ্রান্স ও জার্মানির অনুশীলন ক্যাম্প

সালাহর সামনে আরেকটি সুযোগ, কেমন হলো আফকনের সেমিফাইনালের লাইনআপ

এই এল ক্লাসিকোই কি আলোনসোর ‘ফাইনাল’

মেসিকে নিয়ে আর্জেন্টিনা কোচের কণ্ঠে ‘পুরোনো সুর’

ফুরাল ২২ বছরের অপেক্ষা, মাটিতে পা রেখে শিরোপায় চোখ মরক্কোর

বেগম খালেদা জিয়ার মৃত্যুতে ফিফা সভাপতির শোক

বাবা হারানোর শোক ছাপিয়ে ফুটবলে আলো ছড়াচ্ছে ১৩ বছরের অনন্যা

বার্সার বিপক্ষে প্রতিশোধের ফাইনালে কি খেলছেন এমবাপ্পে

মোহামেডানের ‘আতা ভাই’ আর নেই