ব্রাজিলের ১৯৯৪ বিশ্বকাপ জয়ের নায়ক রোমারিও। সর্বকালের সেরা ফুটবল তারকাদেরও একজন এই ব্রাজিলিয়ান কিংবদন্তি। বিভিন্ন ঘটনায় আলোচিত-সমালোচিত রোমারিও প্রেমসংক্রান্ত ঘটনায় আরেকবার আলোচনায় এলেন। জানা গেছে, নিজের চেয়ে ২৫ বছরের ছোট নারীর সঙ্গে প্রেম করেছেন সাবেক এই বার্সা ফুটবলার।
সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে নতুন প্রেমিকার সঙ্গে ছবিও পোস্ট করেছেন ৫৬ বছর বয়সী রোমারিও। একটি র্যাপ উৎসবে ৩১ বছর বয়সী ব্লন্ডে মার্সেলে সিওলিনের সঙ্গে দেখা যায় তাঁকে। জানা গেছে, সিওলিনেকে এরই মধ্যে পরিবার ও বন্ধুদের সঙ্গেও পরিচয় করিয়ে দিয়েছেন রোমারিও।
নিজের চেয়ে বয়সে ছোট নারীদের সঙ্গে রোমারিওর প্রেমের ঘটনা অবশ্য এবারই প্রথম নয়। এর আগে ২২ বছর বয়সী আনা ক্যারোলিন নাজারিওর সঙ্গেও প্রেম করেছেন রোমারিও। আনা রোমারিওর চেয়ে বয়সে ৩১ বছরের ছোট ছিলেন।
ব্রাজিলের বিশ্বকাপ জয়ের নায়ক রোমারিওকে সর্বকালের অন্যতম সেরা স্ট্রাইকারদের একজন হিসেবে বিবেচনা করা হয়।