হোম > খেলা > ফুটবল

মেসি-বেনজেমাকে আগাম অভিনন্দন রোনালদোর

সৌদি প্রো লিগে এখন পর্যন্ত বড় তারকাদের মধ্যে ক্রিস্টিয়ানো রোনালদোই খেলছেন। পর্তুগিজ তারকা শুধু বড় তারকাই নন, বিশ্ব ফুটবলের কিংবদন্তিও। তবে সৌদি আরব ক্রীড়াঙ্গনে যেভাবে অর্থ ব্যয় করছে, তাতে খুব শিগগিরই আরও বড় বড় তারকাকে দেখা যেতে পারে লিগটিতে। 

ইতিমধ্যে করিম বেনজেমার সঙ্গে বিশ্ব ফুটবলের আরেক কিংবদন্তি লিওনেল মেসিকেও প্রস্তাব দেওয়া হয়েছে বলে জানা গেছে। বেনজেমা নাকি রিয়াল মাদ্রিদকে জানিয়েও দিয়েছেন, আল ইত্তিহাদের সঙ্গে চুক্তি করতে যাচ্ছেন তিনি। আর্জেন্টাইন অধিনায়কের চুক্তির বিষয়ে অবশ্য খুব একটা জানা যায়নি। তবে শোনা যাচ্ছে, আল হিলালের সঙ্গে চুক্তি হতে পারে তাঁর। 

সময়ের অবতরণ হলে বেনজেমা-মেসির চুক্তির সত্যতা জানা যাবে। তা পরে জানা গেলেও তাঁদের আগাম অভিনন্দন জানিয়েছেন রোনালদো। পাঁচবারের ব্যালন ডি’অর বিজয়ী বলেছেন, ‘তাদের অভিনন্দন। লিগটি উন্নতি করছে এবং বর্তমানে দুর্দান্ত কিছু বিদেশি ও আরব খেলোয়াড় রয়েছে।’ 

এখন দেখার বিষয়, সাবেক রিয়াল সতীর্থ এবং চিরপ্রতিদ্বন্দ্বী মেসির সাক্ষাৎ রোনালদো পাবেন কি না। এর মধ্যে অবশ্য তাঁরই আল নাসর ছাড়ার গুঞ্জন চলছে। এ মৌসুমে কোনো শিরোপা না জেতায় এমনটা শোনা যাচ্ছে। নিজে অবশ্য এই গুঞ্জনকে উড়িয়ে দিয়েছেন। 

 ২০২৫ সাল পর্যন্ত ক্লাবের সঙ্গে চুক্তি করা রোনালদো বলেছেন, ‘এখানে খুশি আছি। চালিয়ে যেতে চাই এবং ভবিষ্যতেও যাব। নতুন মৌসুমে দল আরও শক্তিশালী হবে। আমরা গত পাঁচ-ছয় মাসে উন্নতি করেছি এবং আমি আত্মবিশ্বাসী যে শিগগিরই আমরা শিরোপা জিতব।’ 

আল নাসরে গত ডিসেম্বরে যোগ দেন রোনালদো। ক্লাবের হয়ে শুরুটা ভালো করলেও শেষেরটা ভালো হয়নি তাঁর ও দলের। ফলে এই মৌসুমে কোনো শিরোপাই জেতা হয়নি তাঁদের। লিগে ১৬ ম্যাচে ১৪ গোল করেছেন তিনি।

দেশে ফিরতে পারছে না আর্জেন্টিনার ক্লাব, লাতিন বাংলার আয়োজকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি

মেসি কেন ভারতে একটা ম্যাচও খেলতে পারবেন না

ফিফাকে বিশ্বকাপ টিকিটের দাম কমাতে বলছেন নিউইয়র্কের মেয়র

বিশ্বকাপে ব্রাজিলের আরেক চ্যালেঞ্জের নাম ‘ভ্রমণ ঝক্কি’, স্বস্তিতে আর্জেন্টিনা

প্রত্যাবর্তনে রেকর্ড গড়ে কী বললেন সালাহ

কলকাতায় অরাজকতা হলেও সুশৃঙ্খল হায়দরাবাদ দেখলেন মেসি

সাবিনার কাঁধে আরেকটি সাফের দায়িত্ব

জয়ে ফিরল আবাহনী

মেসিকে কলকাতায় আনার মূল উদ্যোক্তা আটক

মেসির কাছে ক্ষমা চাইলেন মমতা