মরোক্কোয় নিজের ৫ম হোটেল খুলেছেন ক্রিস্টিয়ানো রোনালদো। এর আগে লিসবন, মাদ্রিদ, নিউ ইয়র্ক এবং জন্মস্থান মাদেইরাতেও ব্যবসায়ীক প্রতিষ্ঠান খুলেছিলেন রোনালদো। এটি রোনালদোর হোটেল দ্য পেস্তানা সিআর সেভেনের আরেকটি শাখা। বিশাল বহুল এই হোটেলে এক রাত থাকার জন্য খরচ পড়বে ১৫৮ থেকে ৩৭২ পাউন্ড। এক নজরে দেখে নেওয়া যাক রোনালদোর নতুন এই হোটেলটির ভেতর-বাহির।