হোম > খেলা > ফুটবল

অনুমতি ছাড়া সতীর্থদের মেসেজ ফাঁস করলেন নেইমার

কোয়ার্টার ফাইনাল থেকে ব্রাজিলের ছিটকে যাওয়ার তিন দিন পেরিয়ে গেছে। এবার জানা গেল এক রহস্যজনক তথ্য। অনুমতি ছাড়া সতীর্থদের মেসেজ ফাঁস করলেন নেইমার।

গত শুক্রবার এডুকেশন সিটি স্টেডিয়ামে মুখোমুখি হয় ব্রাজিল-ক্রোয়েশিয়া। শ্বাসরুদ্ধকর লড়াইয়ে টাইব্রেকারে ৪-২ গোলে হেরে যায় সেলেসাওরা। পুরো ব্রাজিল ডাগআউট কান্নায় ভেঙে পড়ে। নেইমার, থিয়াগো সিলভা, মারকিনিওস সবারই চোখে ছিল কান্নার অশ্রু। তখন নিজেদের গ্রুপে কিছু মেসেজ আদান-প্রদান করেছিলেন নেইমার। নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে সতীর্থদের মেসেজগুলো প্রকাশ করেন নেইমার। ব্রাজিলিয়ান এই ফরোয়ার্ড বলেন, ‘এই ম্যাচ জিততে আমরা কতটা আগ্রহী ছিলাম এবং কতটা ঐক্যবদ্ধ ছিলাম, তা বোঝাতেই এই মেসেজগুলো (অনুমতি ছাড়া) দেখানোর সিদ্ধান্ত নিয়েছিলাম। এই মেসেজগুলোই আমি গ্রুপে সতীর্থদের সঙ্গে আদান-প্রদান করেছিলাম।’ 

মূলত টাইব্রেকারে মারকিনিওসের শট বারে লেগে যাওয়ার পরেই ব্রাজিলের পরাজয় নিশ্চিত হয়। মারকিনিওসকে সান্ত্বনা দিতে নেইমার বলেছিলেন, ‘একটা পেনাল্টি সবকিছু বদলে দিতে পারত না।’ এরপর মারকিনিওস বলেছিলেন, ‘আমি সবকিছু ভালোমতো করতে চেয়েছিলাম। তবে আমাদের শক্ত হতে হবে। সময় দিতে হবে। দেখা যাক, ফুটবল আমাদের ভাগ্যে কি রেখেছে।’ 

ব্রাজিলের অন্যতম সেরা ডিফেন্ডার থিয়াগো সিলভাও নিজের আবেগ লুকিয়ে রাখতে পারেননি। থিয়াগো লিখেছিলেন, ‘আমি বিশ্বাস করতে পারছি না যে হেরে গেছি। আমি এটা মানতেই পারছি না। প্রত্যেকবার যখনই আমি চিন্তা করি, আমার কান্না পায়।’

শ্রীলঙ্কার জালে ৫ গোল দিয়ে বাংলাদেশের দ্বিতীয় জয়

ক্রিকেটে টান নেই মাশরাফির

এবার নেপালকে হারাল বাংলাদেশের মেয়েরা

হারের পর রেফারিকে দুষছে বার্সেলোনা

‘মরক্কো-সেনেগাল ফাইনালে যা হয়েছে, তা আফ্রিকার জন্য অবমাননাকর’

ফুটসালে বাংলাদেশের ছেলেদের প্রথম জয়

অল্পের জন্য রোনালদোর নামে গোলটা হলো না

বাফুফের হাতে বিশ্বকাপের ৩৩০ টিকিট, পাবেন কীভাবে

এবার সিলেটে খেলবেন হামজা-শমিতরা

পিছিয়ে থেকেও বাংলাদেশের স্বস্তির ড্র