হোম > খেলা > ফুটবল

ম্যানইউর কোচ হওয়ার প্রস্তাব ফিরিয়ে দিলেন জিদান   

ইংলিশ প্রিমিয়ার লিগে পরশু রাতে ওয়াটফোর্ডের কাছে ৪-১ গোলে বিধ্বস্ত হয়েছিল ম্যানচেস্টার ইউনাইড। এমন শোচনীয় পারফরম্যান্সের পর বরখাস্ত হয়েছেন ম্যানইউ কোচ ওলে গুনার সুলশার। সুলশারের জায়গায় কোচ হতে জিনেদিন জিদানকে প্রস্তাব দিয়েছিল ইউনাইটড। কিন্তু জিদান তাদের সেই প্রস্তাবে আগ্রহ দেখাননি।

ইংলিশ সংবাদমাধ্যম জানিয়েছে, ম্যানইউর কোচ হওয়ার ইচ্ছা নাই জিদানের। জিদান রিয়াল মাদ্রিদের কোচ থাকার সময় তাঁর অধীনে খেলেছেন ক্রিস্টিয়ানো রোনালদো। এই দুজন মিলে রিয়ালকে অনেক সাফল্যও এনে দিয়েছেন। জিদানের পুরোনো শিষ্য এখন ইউনাইটেডে খেলেন। এরপরও ইংলিশ এই ক্লাবটির কোচ হওয়ার প্রস্তাবে সাড়া দেখাননি এই ফ্রেঞ্চ কিংবদন্তি।   

ম্যানইউ নয় জিদান বরং প্যারিস সেন্ট জার্মেইয়ের কোচ হতে আগ্রহী। বিবিসির সূত্রমতে, পিএসজি কোচ মরিসিও পচেত্তিনোকে ম্যানইউর ভবিষ্যৎ কোচ ভাবা হচ্ছে। যদি তাই হয় সেক্ষেত্রে পিএসজির কোচ হওয়ার প্রস্তাব পেলে সেটি বিবেচনা করবেন জিদান।তাঁর ভাবনা আছে ফ্রান্স জাতীয় দলকে ঘিরেও। আসন্ন কাতার বিশ্বকাপ শেষে দিদিয়ের দেশমের সঙ্গে চুক্তির মেয়াদ শেষ হবে ফ্রান্সের। এরপর বিশ্ব চ্যাম্পিয়নদের দায়িত্ব পেলে সেটি নিতে চান জিদান।  

বিদায়ী ম্যাচের আগে আবেগী হয়ে পড়লেন মেসির সতীর্থ

‘রোনালদোর ক্ষুধা কখনোই শেষ হওয়ার নয়’

বীতশোক-ক্যাসপারদের লাতিন বাংলা সুপার কাপ দেখাবে না টিভিতে, দেখবেন কোথায়

মুলারদের বিপক্ষে প্রতিশোধ নিতে তর সইছে না মেসির

প্রবাসী ফুটবলারদের জাত চেনানোর মঞ্চ এই লাতিন বাংলা সুপার কাপ

বিশ্বকাপ ড্র আজ: বিশ্বের চোখ থাকবে যেখানে

বিশ্বকাপ খেলতে না পারলে মাঠে বসে খেলা দেখবেন মেসি

বয়কট থেকে সরে এসে যুক্তরাষ্ট্রে যাচ্ছে ইরান

উন্নতমানের কোচ আনতে বাফুফেকে টাকা দেবে ক্রীড়া মন্ত্রণালয়

বিশ্বকাপে ব্রাজিল-আর্জেন্টিনাসহ কারা কোন গ্রুপে পড়তে পারে, জানবেন কীভাবে