হোম > খেলা > ফুটবল

বান্ধবীর ‘ঝাড়ি’ খেয়ে সৈকত ছাড়লেন ম্যানসিটি তারকা

ইউরোপীয় ফুটবলের বিরতিতে বান্ধবীর সঙ্গে অবকাশ যাপন করতে গিয়ে বিপাকে পড়েছেন ম্যানচেস্টার সিটি তারকা ফিল ফোডেন। সমুদ্র সৈকতে সময় কাটানোর একপর্যায়ে বান্ধবী রেবেকা কুক ফোডেনের মোবাইল ফোন দেখতে শুরু করেন। ফোন দেখতে দেখতে হঠাৎ রেগে গিয়ে চিৎকার করতে শুরু করেন রেবেকা। এরপর দুজনই সৈকত ছেড়ে যান। 

ফোডেন ও রেবেকা দুজনই সমবয়সী এবং কৈশোর থেকে প্রেম করে আসছেন। তাঁরা দুই সন্তানের বাবা-মাও। এই মুহূর্তে খেলায় বিরতি থাকায় অন্য ফুটবলারদের মতো ফোডেনও বান্ধবীকে নিয়ে ঘুরতে গেছেন। তবে বিশ্রামের সময়টা খুব বেশি আনন্দময় হচ্ছে না এই ইংলিশ তারকার জন্য। 

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া এক ভিডিওতে দেখা যায়, ফোডেনের ফোন দেখার একপর্যায়ে উত্তেজিত হয়ে পড়েন রেবেকা। এ সময় ফোডেনকে উচ্চ স্বরে ঝাড়ি দিতেও দেখা যায় তাঁকে। ক্ষোভে ফেটে পড়ার সময় রেবেকা বলেন, ‘তুমি কী ভেবেছ আমি নির্বোধ। আমি এটা আর নিতে পারছি না। সব সময় এটাই ঘটছে।’ বান্ধবীর ঝাড়ি খেয়ে ফোডেনকে চুপ করে থাকতে দেখা যায়। 

রেবেকার এভাবে ক্ষেপে যাওয়ার নির্দিষ্ট কোনো কারণ জানা না গেলেও ধারণা করা হচ্ছে, তাঁর সঙ্গে প্রতারণা করছেন ফোডেন। এর আগেও সম্পর্কে প্রতারণার অভিযোগে খবরের শিরোনাম হয়েছিলেন ফোডেন।

‘রিয়ালের বিপক্ষে শিরোপা মানেই দারুণ কিছু’

বিশ্বকাপে কোথায় হবে ফ্রান্স ও জার্মানির অনুশীলন ক্যাম্প

সালাহর সামনে আরেকটি সুযোগ, কেমন হলো আফকনের সেমিফাইনালের লাইনআপ

এই এল ক্লাসিকোই কি আলোনসোর ‘ফাইনাল’

মেসিকে নিয়ে আর্জেন্টিনা কোচের কণ্ঠে ‘পুরোনো সুর’

ফুরাল ২২ বছরের অপেক্ষা, মাটিতে পা রেখে শিরোপায় চোখ মরক্কোর

বেগম খালেদা জিয়ার মৃত্যুতে ফিফা সভাপতির শোক

বাবা হারানোর শোক ছাপিয়ে ফুটবলে আলো ছড়াচ্ছে ১৩ বছরের অনন্যা

বার্সার বিপক্ষে প্রতিশোধের ফাইনালে কি খেলছেন এমবাপ্পে

মোহামেডানের ‘আতা ভাই’ আর নেই