হোম > খেলা > ফুটবল

বান্ধবীর ‘ঝাড়ি’ খেয়ে সৈকত ছাড়লেন ম্যানসিটি তারকা

ইউরোপীয় ফুটবলের বিরতিতে বান্ধবীর সঙ্গে অবকাশ যাপন করতে গিয়ে বিপাকে পড়েছেন ম্যানচেস্টার সিটি তারকা ফিল ফোডেন। সমুদ্র সৈকতে সময় কাটানোর একপর্যায়ে বান্ধবী রেবেকা কুক ফোডেনের মোবাইল ফোন দেখতে শুরু করেন। ফোন দেখতে দেখতে হঠাৎ রেগে গিয়ে চিৎকার করতে শুরু করেন রেবেকা। এরপর দুজনই সৈকত ছেড়ে যান। 

ফোডেন ও রেবেকা দুজনই সমবয়সী এবং কৈশোর থেকে প্রেম করে আসছেন। তাঁরা দুই সন্তানের বাবা-মাও। এই মুহূর্তে খেলায় বিরতি থাকায় অন্য ফুটবলারদের মতো ফোডেনও বান্ধবীকে নিয়ে ঘুরতে গেছেন। তবে বিশ্রামের সময়টা খুব বেশি আনন্দময় হচ্ছে না এই ইংলিশ তারকার জন্য। 

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া এক ভিডিওতে দেখা যায়, ফোডেনের ফোন দেখার একপর্যায়ে উত্তেজিত হয়ে পড়েন রেবেকা। এ সময় ফোডেনকে উচ্চ স্বরে ঝাড়ি দিতেও দেখা যায় তাঁকে। ক্ষোভে ফেটে পড়ার সময় রেবেকা বলেন, ‘তুমি কী ভেবেছ আমি নির্বোধ। আমি এটা আর নিতে পারছি না। সব সময় এটাই ঘটছে।’ বান্ধবীর ঝাড়ি খেয়ে ফোডেনকে চুপ করে থাকতে দেখা যায়। 

রেবেকার এভাবে ক্ষেপে যাওয়ার নির্দিষ্ট কোনো কারণ জানা না গেলেও ধারণা করা হচ্ছে, তাঁর সঙ্গে প্রতারণা করছেন ফোডেন। এর আগেও সম্পর্কে প্রতারণার অভিযোগে খবরের শিরোনাম হয়েছিলেন ফোডেন।

কোয়ার্টার ফাইনালে মিসরকে পেল আইভরি কোস্ট, চূড়ান্ত লাইনআপটা কী

মিসরকে কোয়ার্টার ফাইনালে তুলে ইতিহাসের পাতায় সালাহ

১৪ মাসেই আমোরিমকে ছাঁটাই করল ইউনাইটেড

​মালদ্বীপে চার জাতি টুর্নামেন্ট খেলার আমন্ত্রণ পেল বাংলাদেশ

মেয়েদের লিগে মারামারি-লাল কার্ডের ম্যাচে ২৩ গোল

চলে গেলেন বাংলাদেশের সাবেক ফুটবলার নীরা

৩ গোলে পিছিয়ে থেকেও কিংসকে রুখে দিল ফকিরেরপুল

পারিশ্রমিক না পেয়ে ৪ মাসেই বসুন্ধরা ছাড়লেন কিউবা মিচেল

পয়েন্ট খুইয়ে বছর শুরু মোহামেডানের

লিগের সম্প্রচার বন্ধ, কী বলছে বাফুফে