হোম > খেলা > ফুটবল

রোনালদোদের জয়ের রাতে জিতেছে চেলসিও

শুরুতে পিছিয়ে পড়েও ওয়েস্ট হামের বিপক্ষে জয় পেয়েছে ম্যানচেস্টার ইউনাইটেড। ক্রিস্টিয়ানো রোনালদো ও জেসে লিনগার্ডের গোলে আজ প্রতিপক্ষের মাঠে ২-১ ব্যবধানে জিতেছে ‘রেড ডেভিল’রা।

ওয়েস্ট হামের মাঠে এদিন শুরু থেকেই আক্রমণে এগিয়ে ছিল ম্যানইউ। তবে স্রোতের বিপরীতে ৩০ মিনিটে ওয়েস্ট হামকে এগিয়ে দেন সাইদ বেনরাহমা। সমতা ফেরাতে অবশ্য খুব বেশি সময় নেয়নি ম্যানইউ। রোনালদোর গোলে ৫ মিনিট পর ম্যাচে ফেরে ওল্ড ট্রাফোর্ডের দলটি। ব্রুনো ফার্নান্দেজের ক্রসে রোনালদোর শট ওয়েস্ট হাম গোলরক্ষক ঠেকিয়ে দিলেও ফিরতি শটে বল জালে জড়ান ‘সিআর সেভেন।’

দ্বিতীয়ার্ধের শুরু থেকে এগিয়ে যেতে আরও আক্রমণাত্মক ম্যানইউ। কাছাকাছি গিয়েও সুযোগ হাতছাড়া করেন রোনালদো। তবে নির্ধারিত সময় শেষ হওয়ার ১ মিনিট আগে লিনগার্ডের দারুণ গোলে ব্যবধান ২-১ করে ম্যানইউ। যোগ করা সময়ে ওয়েস্ট হাম মিডফিল্ডার মার্ক নোবেলের পেনাল্টি ম্যানইউ গোলরক্ষক ডি গিয়া ঠেকিয়ে দিলে জয় নিয়েই মাঠ ছাড়ে রোনালদোরা।

একই রাতে লন্ডন ডার্বিতে টটেনহামের বিপক্ষে বাজিমাত করেছে চেলসিও। স্পার্সদের মাঠে চেলসির জয় ৩-০ গোলের বড় ব্যবধানে।

আক্রমণ ও বল দখলে এগিয়ে থাকা চেলসি অবশ্য প্রথমার্ধে কোনো গোল পায়নি। তবে দ্বিতীয়ার্ধের শুরুতে চেলসিকে এগিয়ে দেন থিয়াগো সিলভা। ৫৭ মিনিটে স্পার্সদের কোণঠাসা করে ব্লুজদের এগিয়ে দেন এনগলু কান্তে। যোগ করা সময়ে আন্তোনিও রুডিগার লক্ষ্যভেদ করলে নিজেদের মাঠেই বড় স্বাদ পায় চেলসি।

২০২৬ বিশ্বকাপ দেখতে রেকর্ড ১৫ কোটি টিকিটের আবেদন

১০০০ গোল না করা পর্যন্ত অবসর নেবেন না রোনালদো

রোনালদোভক্ত তনিমার দৃষ্টিনন্দন জোড়া গোলে শুরু নারী লিগ

এশিয়ান কাপের প্রস্তুতিতে মেয়েদের ভরসা ঘরোয়া লিগ

নৌকাডুবিতে ভ্যালেন্সিয়া কোচ ও তাঁর তিন সন্তানের মৃত্যু

রোনালদো-জাদুতে আল নাসরের ইতিহাস

দিয়াবাতের পেনাল্টি মিস, কিংসকে হারাতে পারেনি আবাহনী

না ফেরার দেশে স্কটিশ কিংবদন্তি ফুটবলার

মেলবোর্নে সবুজ উইকেটে খেলতে নেমে বিপাকে চার পেসারের অস্ট্রেলিয়া

রোনালদোকে পর্তুগালের এখন অনেক বেশি দরকার, বলছেন কোচ