আজ বিকেলেই আনুষ্ঠানিকভাবে সংবাদ সম্মেলন করবেন তাবিথ আউয়াল। আর সেই সংবাদ সম্মেলনে আসবে ঘোষণাটা। তার আগে রোববার রাতে আজকের পত্রিকাকে নিশ্চিত করেছেন এবারের বাফুফে নির্বাচনে সভাপতি প্রার্থী হচ্ছেন তিনি।
এ বিষয়ে জানতে চাইলে তাবিথ বলেন, ‘হ্যাঁ, যা শুনেছেন সত্যি। এবার আমি প্রার্থী হচ্ছি। আসেন, কাল (সোমবার) দেখা হবে। সেখানেই সবকিছু আনুষ্ঠানিকভাবেই জানাব।’
আগামী ২৬ অক্টোবর অনুষ্ঠিত হবে বাফুফে নির্বাচন। এরই মধ্যে সেই নির্বাচনে প্রার্থী হওয়ার ঘোষণা দিয়েছেন তরফদার রুহুল আমিন। তাঁর সঙ্গে লড়াইটা হবে তাবিথের।
এর আগে সালাউদ্দিনের আমলে স্বতন্ত্র থেকে ২০১২ এবং ২০১৬ সালের নির্বাচনে দুবার সহসভাপতি পদে নির্বাচিত হন তাবিথ। ২০২০ সালে সর্বশেষ নির্বাচনে সহসভাপতি পদে দাঁড়ালেও সেবার মহিউদ্দিন আহমেদ মহির কাছে হেরে যান।
কাজী সালাউদ্দিন নির্বাচন করবেন না বলে ঘোষণা দেওয়ার পর থেকেই বাফুফের সাবেক সহসভাপতি তাবিথ আউয়ালকে নিয়ে জল্পনা-কল্পনা। অবশেষে আজ সেই জল্পনা-কল্পনার অবসান হচ্ছে।