হোম > খেলা > ফুটবল

মেসির সমালোচকদের ধুয়ে দিলেন ফরাসি কিংবদন্তি

চ্যাম্পিয়নস লিগ থেকে প্যারিস সেন্ট জার্মেই (পিএসজি) বিদায় নেওয়ার পর থেকেই তোপের মুখে আছেন লিওনেল মেসি। গত সপ্তাহে বোর্দোর বিপক্ষে মাঠে নেমে দুয়োও শুনতে হয়েছে তাঁকে। এরপর গতকাল মোনাকোর বিপক্ষে ম্যাচে দলের বাইরে ছিলেন মেসি। তবে মেসিবিহীন পিএসজি কোনো সুবিধাই করতে পারেনি। হেরেছে ৩-০ গোলের বড় ব্যবধানে। পিএসজির হারের পর মেসির সমালোচকদের এক হাত নিয়েছেন ফরাসি কিংবদন্তি থিয়েরি অঁরি। 

দুয়ো শোনা ম্যাচে দলকে জয় পেতে সহায়তা করেছিলেন মেসি। তবে গতকাল মেসি না থাকা ম্যাচে পাত্তা পায়নি পিএসজি। মোনাকোর কাছে পিসএজি বিধ্বস্ত হওয়ার পর পিএসজি সমর্থকদের এক হাত নিয়েছেন অঁরি। তিনি বলেন, ‘গত সপ্তাহে সমর্থকেরা মেসিকে দুয়ো দিয়েছে। কীভাবে তারা সর্বকালের সেরা খেলোয়াড়কে দুয়ো দিতে পারে? তাও এমন একজনকে যিনি লিগ ওয়ানে সবচেয়ে বেশি অ্যাসিস্ট করেছেন? এবার মেসি ছাড়া দল কিছুই করতে পারেনি।’ 

মোনাকোর মাঠে এদিন শুরু থেকেই চাপে ছিল পিএসজি। বল দখল ও আক্রমণ দুই দিক থেকেই পিএসজির সঙ্গে পাল্লা দিয়ে খেলেছে মোনাকো। তবে সুযোগ কাজে লাগানোর দিক থেকে পিএসজিকে পেছনে ফেলেছে তারা। ওয়াসিম বিন ইয়েদেরের গোলে ম্যাচের ২৫ মিনিটেই লিড নেয় মোনাকো। প্রথমার্ধে এই লিডটা ধরে রাখে স্বাগতিকেরা। এরপর দ্বিতীয়ার্ধে আরও দুই গোল করে তারা। 

বিশ্বকাপে কোথায় হবে ফ্রান্স ও জার্মানির অনুশীলন ক্যাম্প

সালাহর সামনে আরেকটি সুযোগ, কেমন হলো আফকনের সেমিফাইনালের লাইনআপ

এই এল ক্লাসিকোই কি আলোনসোর ‘ফাইনাল’

মেসিকে নিয়ে আর্জেন্টিনা কোচের কণ্ঠে ‘পুরোনো সুর’

ফুরাল ২২ বছরের অপেক্ষা, মাটিতে পা রেখে শিরোপায় চোখ মরক্কোর

বেগম খালেদা জিয়ার মৃত্যুতে ফিফা সভাপতির শোক

বাবা হারানোর শোক ছাপিয়ে ফুটবলে আলো ছড়াচ্ছে ১৩ বছরের অনন্যা

বার্সার বিপক্ষে প্রতিশোধের ফাইনালে কি খেলছেন এমবাপ্পে

মোহামেডানের ‘আতা ভাই’ আর নেই

কোয়ার্টার ফাইনালে মিসরকে পেল আইভরি কোস্ট, চূড়ান্ত লাইনআপটা কী