ঢাকা: ইউরো জিততে পারলে একই স্টাইলে চুলের ছাঁট দেবেন ইংল্যান্ড দলের সব খেলোয়াড়। টকস্পোর্টকে দেওয়া এক সাক্ষাৎকারে এ কথা জানিয়েছেন ফিল ফোডেন। তবে এখন ১৯৯৬ ইউরোতে সাবেক ইংলিশ মিডফিল্ডার পল গাসকোইনের মতো চুলের ছাঁট দিয়েছেন ফোডেন।
সাক্ষাৎকারে ফোডেন রোমানিয়ার প্রসঙ্গ টেনে আনেন। ১৯৯৮ বিশ্বকাপে রোমানিয়ার সব খেলোয়াড় একই রকম চুলের ছাঁট দিয়েছিলেন। ফোডেন বলেছেন, ‘দলের সবাইকে এর মধ্যে একই রকম চুলের ছাঁটের কথা জানিয়েছি। সবাই ইতিবাচক মানসিকতা দেখিয়েছে। আশা করি, ইউরো জিতে সবাই একই রকম চুলের ছাঁট দিতে পারব।’
একই রকম স্টাইলে চুল কাটার অনুপ্রেরণা ফোডেন পেয়েছেন সার্জিও আগুয়েরোর কাছ থেকে। টকস্পোর্টকে দেওয়া সেই সাক্ষাৎকারে ফোডেন বলেছেন, ‘রহিম স্টার্লিংয়ের সঙ্গে আগুয়েরোর মতো চুল কাটার ব্যাপারে কথা বলেছিলাম। তার মতো চুলও কেটেছিলাম। তবে ইউরো জিতলে সবাই রোমানিয়ার খেলোয়াড়দের ১৯৯৮ বিশ্বকাপের স্টাইলে চুল ছাঁটব।’