বন্ধুকে নিয়ে বাইরে থেকে বাড়ি ফিরেছেন আর্সেনালের ব্রাজিলিয়ান সেন্টার-ব্যাক গ্যাব্রিয়েল। ঘরে ফিরে গাড়ি গ্যারেজে ঢোকাতেই পড়লেন মুখে মুখোশ পরা দুই ডাকাতের হামলার মুখে। বেসবল ব্যাট হাতে ডাকাতদের দাবি, গ্যাব্রিয়েলের ৪৫ হাজার পাউন্ড দামের গাড়িসহ মূল্যবান জিনিসপত্র দিয়ে দিতে হবে তাদের!
হাতের দামি ঘড়ি দিয়ে দিলেও শেষ পর্যন্ত কিন্তু ডাকাতদের হুমকির কাছে নত স্বীকার করেননি ব্রাজিলিয়ান ফুটবলার। গাড়ির চাবি দেওয়ার সময় চালাকি করে ঝাপটে ধরেন করেছেন ডাকাতদের একজনকে। ভয় পেয়ে পরে গাড়ি ছাড়াই পালিয়েছে দুই ডাকাত। ফেলে যাওয়া টুপি থেকে ডিএনএ সূত্র ধরে উত্তর লন্ডন পুলিশ বের করেছে ডাকাতের পরিচয়ও।
২৭ মিলিয়ন পাউন্ড খরচায় গত বছর ফরাসি ক্লাব লিল থেকে ২৩ বছর বয়সী গ্যাব্রিয়েলকে কিনেছে আর্সেনাল। গানার জার্সি গায়ে এখন পর্যন্ত খেলেছেন ৩৩ ম্যাচ। ছিলেন টোকিও অলিম্পিকে ব্রাজিলের প্রাথমিক স্কোয়াডেও। বন্ধু রদ্রিগো তাবারেজকে নিয়ে বাইরে থেকে উত্তর লন্ডনের বার্নেট শহরে বাড়ি ফেরার পথে গ্যাব্রিয়েলের কালো মার্সিডিজকে অনুসরণ করে কালো মুখোশে মুখ ঢাকা তিন ডাকাত। গাড়ি ঢোকানোর পথে গ্যাব্রিয়েলের বাড়ির গ্যারেজে ঢুকে পড়ে দুই ডাকাত, তৃতীয় জনের দায়িত্ব ছিল গ্যারেজের বৈদ্যুতিক দরজা খুলে রাখার যাতে প্রয়োজনের মুহূর্তে পালানো সহজ হয়!
হ্যারো ক্রাউন কোর্টের কৌশলী মার্টিন লুইস জানিয়েছেন মারামারির পর সুস্থই আছেন গ্যাব্রিয়েল আর তার বন্ধু। তবে মানসিকভাবে বেশ ধাক্কা খেয়েছেন দুজনে। বিচারক অনুপমা থমপসনের দাবি, দামি গাড়ির কারণেই ডাকাতদের নজরে পড়েন গ্যাব্রিয়েল। বিপদের সময় মাথা ঠান্ডা রেখে কঠিন পরিস্থিতি মোকাবিলা করায় ফুটবলার ও তার বন্ধুর সাহসের প্রশংসাও করেছেন বিচারক।
আর্সেনাল ফুটবলারদের ডাকাতের হামলার মুখে পড়ার ঘটনা এটাই প্রথম নয়। ২০১৮ সালে অস্ত্রধারী ডাকাতের সঙ্গে মারামারি করে রক্ষা পান সাবেক আর্সেনাল ফুটবলার সিড কোলাসিনাচ ও মেসুত ওজিল।