হোম > খেলা > ফুটবল

বুসকেটসকে শুভকামনা জানালেন মেসি

বিশ্বকাপের পরেই আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানিয়েছেন সার্জিও বুসকেটস। তবে এখনো ক্লাব ফুটবলে খেলে যাচ্ছেন স্পেনের সাবেক ডিফেন্সিভ মিডফিল্ডার। সামনে আরও কয়েক বছর খেলবেন এটাও নিশ্চিত। 

কিন্তু বার্সেলোনার হয়ে আর বুসকেটসকে দেখা যাবে না। গতকাল এই মৌসুম শেষেই দীর্ঘ ১৬ বছরের যাত্রা শেষ করার ঘোষণা দিয়েছেন তিনি। প্রিয় ক্লাবের সঙ্গে সম্পর্কের ইতি টানার ঘোষণার পর থেকেই অনেকের কাছ থেকে ভবিষ্যতের শুভকামনা পাচ্ছেন তিনি। তাঁকে শুভকামনা জানাতে ভুলে যাননি লিওনেল মেসিও। 

শুধু শুভকামনাই জানাননি, বুসকেটসের সঙ্গে নিজের স্মরণীয় মুহূর্তের স্মৃতিগুলোও স্মরণ করেছেন মেসি। সামাজিক মাধ্যমে সাবেক সতীর্থকে নিয়ে সাতবারের ব্যালন ডি’অর বিজয়ী লিখেছেন, ‘মাঠে সব সময় ৫ নম্বর জার্সি পরেছ, কিন্তু বাস্তবে একজন খেলোয়াড় ও ব্যক্তি হিসেবে তুমি ১০, বুসি। নতুন অধ্যায়ের জন্য সব সময় তোমাকে ও তোমার পরিবারকে শুভকামনা জানাচ্ছি। মাঠ ও মাঠের বাইরে যা করেছ, তার জন্য ধন্যবাদ। আমরা অনেক মুহূর্ত একসঙ্গে কাটিয়েছি। কিছু ভালো এবং কিছু জটিল সময়ও ছিল। সেগুলো চিরদিন মনে থাকবে।’ 

এর আগে গতকাল বার্সা ছাড়ার বিষয়ে বুসকেটস লিখেছেন, ‘এই জার্সি পরা অনেক গর্বের বিষয় ছিল। তবে সবকিছুর একটা শেষ হওয়া উচিত। এটা সহজ সিদ্ধান্ত ছিল এবং এটাই সেই সময়। যাঁরা আমার এই লম্বা সময়ে পাশে থেকেছেন, তাঁদের ধন্যবাদ। দলের সদস্য ও ভক্ত সবাইকে ধন্যবাদ।’

বেগম খালেদা জিয়ার মৃত্যুতে ফিফা সভাপতির শোক

বাবা হারানোর শোক ছাপিয়ে ফুটবলে আলো ছড়াচ্ছে ১৩ বছরের অনন্যা

বার্সার বিপক্ষে প্রতিশোধের ফাইনালে কি খেলছেন এমবাপ্পে

মোহামেডানের ‘আতা ভাই’ আর নেই

কোয়ার্টার ফাইনালে মিসরকে পেল আইভরি কোস্ট, চূড়ান্ত লাইনআপটা কী

মিসরকে কোয়ার্টার ফাইনালে তুলে ইতিহাসের পাতায় সালাহ

১৪ মাসেই আমোরিমকে ছাঁটাই করল ইউনাইটেড

​মালদ্বীপে চার জাতি টুর্নামেন্ট খেলার আমন্ত্রণ পেল বাংলাদেশ

মেয়েদের লিগে মারামারি-লাল কার্ডের ম্যাচে ২৩ গোল

চলে গেলেন বাংলাদেশের সাবেক ফুটবলার নীরা