হোম > খেলা > ফুটবল

অনেক ভেবেচিন্তে ফুটবল ছাড়ার সিদ্ধান্ত নিলেন বেল

সব ধরনের ফুটবল থেকে অবসরের সিদ্ধান্ত নিয়েছেন গ্যারেথ বেল। গতকাল সামাজিক মাধ্যমে ক্লাব ও আন্তর্জাতিক ফুটবল ছাড়ার ঘোষণা দিয়েছেন ওয়েলশ এই ফুটবলার। 

নিজের টুইটার অ্যাকাউন্টে গতকাল অবসরের ঘোষণা দিয়েছেন বেল। ওয়েলশ এই উইঙ্গার লিখেছেন, ‘অনেক ভেবেচিন্তে আমি ক্লাব ও আন্তর্জাতিক ফুটবল ছাড়ার সিদ্ধান্ত নিয়েছি। যে খেলাকে আমি ভালোবাসি, তা খেলতে পেরে নিজেকে খুব ভাগ্যবান মনে করছি। এটা সত্যি সত্যিই জীবনের সেরা কিছু মুহূর্ত উপহার দিয়েছে আমাকে। সাউদাম্পটনের প্রথম ম্যাচ থেকে শুরু করে লস অ্যাঞ্জেলেসের শেষ ম্যাচ—মাঝের এই সময়টুকুতে ক্লাব ক্যারিয়ার যেভাবে গড়তে পেরেছি, তার জন্য আমি গর্বিত। সামনে যা-ই থাক না কেন, সেই ১৭টি মৌসুম ফিরিয়ে আনা অসম্ভব। দেশের হয়ে খেলা এবং ১১১ ম্যাচে নেতৃত্ব দিয়ে নিজের স্বপ্ন পূরণ হয়েছে।’ 

বেলের হাত ধরে ৬৪ বছর পর বিশ্বকাপ ফুটবল খেলেছে ওয়েলস। ইউরোতেও খেলেছিলেন বেল। ওয়েলসের জার্সিতে খেলেছেন ১১১ ম্যাচ। ৪০ গোলের সঙ্গে ২২ গোলে অ্যাসিস্ট করেছেন। আর ক্লাব ফুটবলে সাউদাম্পটন, রিয়াল মাদ্রিদ, টটেনহাম, লস অ্যাঞ্জেলস—এই চার ক্লাবের হয়ে খেলেছেন। ৫৫৪ ম্যাচে ১৮৬ গোল এবং অ্যাসিস্ট করেছেন ১৩৭ গোলে। রিয়াল মাদ্রিদের হয়ে পাঁচবার চ্যাম্পিয়নস লিগ ও তিনবার লা লিগা জিতেছেন ওয়েলশ এই উইঙ্গার। 

কেন তিন গোলরক্ষক নামিয়েছিল উগান্ডা

ফুটবলে নতুন আশা, ক্রিকেট করেছে হতাশ

হাকিমির ফেরার রাতে গ্রুপ চ্যাম্পিয়ন মরক্কো, ম্যাচ না জিতেও পরের রাউন্ডে মালি

২০২৬ বিশ্বকাপ দেখতে রেকর্ড ১৫ কোটি টিকিটের আবেদন

১০০০ গোল না করা পর্যন্ত অবসর নেবেন না রোনালদো

রোনালদোভক্ত তনিমার দৃষ্টিনন্দন জোড়া গোলে শুরু নারী লিগ

এশিয়ান কাপের প্রস্তুতিতে মেয়েদের ভরসা ঘরোয়া লিগ

নৌকাডুবিতে ভ্যালেন্সিয়া কোচ ও তাঁর তিন সন্তানের মৃত্যু

রোনালদো-জাদুতে আল নাসরের ইতিহাস

দিয়াবাতের পেনাল্টি মিস, কিংসকে হারাতে পারেনি আবাহনী