হোম > খেলা > ফুটবল

হচ্ছে না রেফারি পরিবর্তন, রিয়াল সভাপতিকে ধুয়ে দিলেন লা লিগার প্রধান

ক্রীড়া ডেস্ক    

রিয়াল মাদ্রিদ সভাপতি ফ্লোরেন্তিনো পেরেজকে (ডানে) ধুয়ে দিলেন লা লিগা প্রধান ও আরএফইএফ সহ-সভাপতি হাভিয়ের তেবাস (বাঁয়ে)। ছবি: সংগৃহীত

কোপা দেল রের ফাইনালের আগে উত্তাল স্প্যানিশ ফুটবল। রেফারি ইস্যুতে রিয়াল মাদ্রিদ ও স্প্যানিশ ফুটবল যেন দুভাগ হয়ে গেছে। বার্সেলোনার বিপক্ষে ফাইনালের আগের দিন অনুশীলন, সংবাদ সম্মেলন, ফটোসেশন—সব বর্জন করেছে রিয়াল। প্রয়োজনে ম্যাচও বর্জন করার হুমকি দিয়েছে তারা। তবে স্প্যানিশ ফুটবল ফেডারেশনের (আরএফইএফ) সাফ বার্তা, রিয়ালের কথায় হচ্ছে না রেফারি পরিবর্তন। এমন পরিস্থিতিতে ক্লাবটির সভাপতি ফ্লোরেন্তিনো পেরেজকে ধুয়ে দিয়েছেন লা লিগা সভাপতি ও আরএফইএফ সহসভাপতি হাভিয়ের তেবাস।

গতকাল রাতে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে পেরেজের নাম না উল্লেখ করেই আক্রমণ করেন তেবাস। লা লিগা প্রধান বলেন, ‘এটা ফুটবল নয়, এটা ক্ষমতা দখলের খেলা। তিনি (ফ্লোরেন্তিনো পেরেজ) তেবাসকে পছন্দ করেন না, কারণ তিনি যা চান, তেবাস তা করেন না। তিনি চেফেরিনকে (উয়েফা সভাপতি আলেকসান্দের চেফেরিন) পছন্দ করেন না, কারণ তিনি যা চান, চেফেরিন তা করেন না। তিনি টিভি ধারাভাষ্যকারদের পছন্দ করেন না, কারণ তিনি যা চান, তারা তা বলেন না। তারা (রিয়াল মাদ্রিদ) রেফারিং সংস্কারের অগ্রগতি চান না, কারণ তিনি যা চান, এটা তা নয়।’

রেফারিদের পাশে থেকে তেবাস আরও বলেন, ‘আর এখন রিয়াল মাদ্রিদ টিভির ক্রমাগত হয়রানিতে বিরক্ত হয়ে রেফারির মন্তব্যের পর তিনি (পেরেজ) যেভাবে জানেন, সেভাবেই সাড়া দিচ্ছেন। তিনি সংবাদ সম্মেলন বাতিল করছেন, সেভিয়ায় অনুশীলন এড়িয়ে যাচ্ছেন, কোপা দেল রের ফাইনালের আনুষ্ঠানিকতা বর্জন করছেন এবং ফাইনালে যোগ দেবেন না বলে খবর ছড়াচ্ছেন।’

পেরেজ ফুটবলের উন্নতি চান না বলেও উল্লেখ করেছেন তেবাস। লা লিগা সভাপতি বলেন, ‘তিনি প্রতিবাদ করেন না, চাপ দেন। তিনি অভিযোগ করেন না, হুমকি দেন। তিনি ফুটবলের উন্নতি করতে চান না, তিনি নিজের জন্য চান। সবচেয়ে বাজে ব্যাপার হলো, তিনি চেষ্টা করেন না। সবচেয়ে বাজে ব্যাপার হলো, অনেকেই এসব মেনে নেয়, প্রশ্রয় দেয় এবং তাকে সাহায্য করে।’

মেসিকে পাওয়া পুরো ভারতের জন্য স্মরণীয় এক মুহূর্ত: শচীন

দেশে ফিরতে পারছে না আর্জেন্টিনার ক্লাব, লাতিন বাংলার আয়োজকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি

মেসি কেন ভারতে একটা ম্যাচও খেলতে পারবেন না

ফিফাকে বিশ্বকাপ টিকিটের দাম কমাতে বলছেন নিউইয়র্কের মেয়র

বিশ্বকাপে ব্রাজিলের আরেক চ্যালেঞ্জের নাম ‘ভ্রমণ ঝক্কি’, স্বস্তিতে আর্জেন্টিনা

প্রত্যাবর্তনে রেকর্ড গড়ে কী বললেন সালাহ

কলকাতায় অরাজকতা হলেও সুশৃঙ্খল হায়দরাবাদ দেখলেন মেসি

সাবিনার কাঁধে আরেকটি সাফের দায়িত্ব

জয়ে ফিরল আবাহনী

মেসিকে কলকাতায় আনার মূল উদ্যোক্তা আটক