এশিয়ান কাপ ফুটসাল বাছাই
এশিয়ান কাপ ফুটসালে ১৭ আসরের ১৩ টিতে শিরোপা জিতেছে ইরান। এমনকি গত আসরেও চ্যাম্পিয়ন হয়ে ধরে রাখে নিজেদের আধিপত্য। সেই তুলনায় বাংলাদেশ একেবারে শিশু বলা যায়। কারণ, এবারই প্রথম নাম লিখিয়েছে এশিয়ান কাপ ফুটসাল বাছাইয়ে। প্রথমবারেই প্রতিপক্ষ হিসেবে পেল শক্তিশালী ইরানকে।
মালয়েশিয়ার কুয়ালালামপুরে আজ হয়েছে এশিয়ান কাপ ফুটসাল বাছাইপর্বের ড্র। ৩১ দলকে ভাগ করা হয়েছে আট গ্রুপে। বাংলাদেশের গ্রুপে ইরান ছাড়াও রয়েছে মালয়েশিয়া ও আরব আমিরাত। গ্রুপের সবগুলো ম্যাচ হবে মালয়েশিয়ায়।
আট গ্রুপের চ্যাম্পিয়ন দল ও রানারআপের র্যাঙ্কিংয়ের সেরা সাত দল পাবে আগামী বছর ইন্দোনেশিয়ায় মূল পর্বে খেলার টিকিট। ২০-২৪ সেপ্টেম্বর হবে এশিয়ান কাপ বাছাইয়ের ম্যাচ।
বাফুফের নির্বাহী কমিটির সভায় গত মাসে এশিয়ান ফুটসালের বাছাইয়ে বাংলাদেশের অংশগ্রহণের বিষয়ে সিদ্ধান্ত হয়। বাফুফে সভাপতি তাবিথ আউয়াল বলেছিলেন, ‘আমরা কখনো ফুটসাল খেলিনি। শুরু করতে চাই। ফুটসাল কমিটি একটি টুর্নামেন্ট করবে। সেখানে বেশ কয়েকটি দল অংশগ্রহণ করবে। সেখান থেকেই একটি দল গঠন হবে।’