হোম > খেলা > ফুটবল

বিস্ময়কর আর্সেনালের প্রশংসায় আর্তেতা

চমক দেখানো যেন এই মৌসুমে একরকম নিয়ম বানিয়ে ফেলেছে আর্সেনাল। ইংলিশ প্রিমিয়ার লিগ, এফএ কাপ—সবখানেই আর্সেনালের জাদুকরী পারফরম্যান্স দেখা যাচ্ছে। গতকাল এমিরেটস স্টেডিয়ামে শেষ মুহূর্তের গোলে ম্যানচেস্টার ইউনাইটেডকে হারায় গানার্সরা। বিস্ময়কর গানার্সদের তাই প্রশংসায় ভাসিয়েছেন মিকেল আর্তেতা। 

এমিরেটস স্টেডিয়ামে প্রিমিয়ার লিগে ম্যানইউর বিপক্ষে খেলার আগে আর্সেনালের পয়েন্ট ছিল ৪৭। ইউনাইটেডকে ৩-২ গোলে হারালে গানার্সদের পয়েন্ট দাঁড়ায় ৫০। এই ফিফটি করতে গানার্সরা খেলেছে ১৯ ম্যাচ। মৌসুমের অর্ধেক ম্যাচ খেলে প্রথমবারের মতো ৫০ পয়েন্ট পেল আর্সেনাল। শিষ্যদের পারফরম্যান্সে মুগ্ধ আর্তেতা বলেন, ‘অসাধারণ। এর চেয়ে ভালো আর কিছু হতে পারে না। প্রাপ্য পয়েন্টই আমরা পেয়েছি। যথেষ্ট ভালো খেলেই আমরা বেশির ভাগ ম্যাচ জিতেছি। আক্রমণভাগ ও রক্ষণভাগ—এই দুটো জায়গা আরও ভালো করাই আমাদের লক্ষ্য।’ 

আর্সেনাল-ম্যানচেস্টার ইউনাইটেড ম্যাচ গতকাল একসময় ছিল ২-২ সমতায়। ড্র-ই যখন ম্যাচের পরিণত মনে হচ্ছিল, তখনই ব্যবধান বাড়ান এডি এনকিতা। ৯০ মিনিটে করা এনকিতার গোলে ৩-২ ব্যবধানে জয় পায় গানার্সরা। তার আগে ২৪ মিনিটে আরও একটি গোল করেছিলেন তিনি। জোড়া গোল করা এনকিতার প্রশংসা করে আর্তেতা বলেন, ‘এডি যা করছে, তা অবিশ্বাস্য। গ্যাব্রিয়েল জেসুসের চোটে আমরা বড় ধাক্কা খেয়েছি। তবে এডি দারুণ পারফরম্যান্স করছে। ক্লাবের সবাই তাকে (এডি) পছন্দ করে। সে আর্সেনালের হৃদয়। সে আসলেই দারুণ খেলছে।’

শ্রীলঙ্কার জালে ৫ গোল দিয়ে বাংলাদেশের দ্বিতীয় জয়

ক্রিকেটে টান নেই মাশরাফির

এবার নেপালকে হারাল বাংলাদেশের মেয়েরা

হারের পর রেফারিকে দুষছে বার্সেলোনা

‘মরক্কো-সেনেগাল ফাইনালে যা হয়েছে, তা আফ্রিকার জন্য অবমাননাকর’

ফুটসালে বাংলাদেশের ছেলেদের প্রথম জয়

অল্পের জন্য রোনালদোর নামে গোলটা হলো না

বাফুফের হাতে বিশ্বকাপের ৩৩০ টিকিট, পাবেন কীভাবে

এবার সিলেটে খেলবেন হামজা-শমিতরা

পিছিয়ে থেকেও বাংলাদেশের স্বস্তির ড্র