হোম > খেলা > ফুটবল

বিস্ময়কর আর্সেনালের প্রশংসায় আর্তেতা

চমক দেখানো যেন এই মৌসুমে একরকম নিয়ম বানিয়ে ফেলেছে আর্সেনাল। ইংলিশ প্রিমিয়ার লিগ, এফএ কাপ—সবখানেই আর্সেনালের জাদুকরী পারফরম্যান্স দেখা যাচ্ছে। গতকাল এমিরেটস স্টেডিয়ামে শেষ মুহূর্তের গোলে ম্যানচেস্টার ইউনাইটেডকে হারায় গানার্সরা। বিস্ময়কর গানার্সদের তাই প্রশংসায় ভাসিয়েছেন মিকেল আর্তেতা। 

এমিরেটস স্টেডিয়ামে প্রিমিয়ার লিগে ম্যানইউর বিপক্ষে খেলার আগে আর্সেনালের পয়েন্ট ছিল ৪৭। ইউনাইটেডকে ৩-২ গোলে হারালে গানার্সদের পয়েন্ট দাঁড়ায় ৫০। এই ফিফটি করতে গানার্সরা খেলেছে ১৯ ম্যাচ। মৌসুমের অর্ধেক ম্যাচ খেলে প্রথমবারের মতো ৫০ পয়েন্ট পেল আর্সেনাল। শিষ্যদের পারফরম্যান্সে মুগ্ধ আর্তেতা বলেন, ‘অসাধারণ। এর চেয়ে ভালো আর কিছু হতে পারে না। প্রাপ্য পয়েন্টই আমরা পেয়েছি। যথেষ্ট ভালো খেলেই আমরা বেশির ভাগ ম্যাচ জিতেছি। আক্রমণভাগ ও রক্ষণভাগ—এই দুটো জায়গা আরও ভালো করাই আমাদের লক্ষ্য।’ 

আর্সেনাল-ম্যানচেস্টার ইউনাইটেড ম্যাচ গতকাল একসময় ছিল ২-২ সমতায়। ড্র-ই যখন ম্যাচের পরিণত মনে হচ্ছিল, তখনই ব্যবধান বাড়ান এডি এনকিতা। ৯০ মিনিটে করা এনকিতার গোলে ৩-২ ব্যবধানে জয় পায় গানার্সরা। তার আগে ২৪ মিনিটে আরও একটি গোল করেছিলেন তিনি। জোড়া গোল করা এনকিতার প্রশংসা করে আর্তেতা বলেন, ‘এডি যা করছে, তা অবিশ্বাস্য। গ্যাব্রিয়েল জেসুসের চোটে আমরা বড় ধাক্কা খেয়েছি। তবে এডি দারুণ পারফরম্যান্স করছে। ক্লাবের সবাই তাকে (এডি) পছন্দ করে। সে আর্সেনালের হৃদয়। সে আসলেই দারুণ খেলছে।’

ভারত ম্যাচে দেরি করায় বাফুফেকে দেড় লাখ টাকা জরিমানা

কলম্বিয়ায় ফুটবল ম্যাচে সহিংসতায় আহত ৫৯

ইরানে ম্যাচ না খেলে দুই বছর নিষিদ্ধ ভারতের মোহনবাগান

৫ গোলের থ্রিলারে রহমতগঞ্জের জয়, অঘটনের শিকার আবাহনী

লুসাইলে ফিরল আর্জেন্টিনার স্মৃতি, মরক্কোকে রাষ্ট্রপ্রধানের অভিনন্দন

আর্জেন্টিনা-স্পেনের ‘ফিনালিসিমা’ কবে, কখন, কোথায়

১৪ জানুয়ারি ঢাকায় আসছে ফিফা বিশ্বকাপের ট্রফি

রোনালদোর রেকর্ড ভাঙার আরও কাছে এমবাপ্পে, বেঁচে গেল রিয়াল

২০২৬ বিশ্বকাপে চ্যাম্পিয়ন দল পাবে ৬১০ কোটি টাকা

ছয় মাস আগে গাড়ি চালিয়ে লিভারপুলের ভক্ত-সমর্থকদের আহত করার শাস্তি পেলেন তিনি