ব্রাজিল ফুটবল দলের ‘শনির দশা’ কখনোই যে কাটার নয়। মাঠের পারফরম্যান্স ও মাঠের বাইরের নানা ঘটনায় জর্জরিত ব্রাজিল খারাপ সময় কাটিয়ে উঠছিল ঠিকই। ঠিক সে সময়ই ধাক্কা খায় তারা। নতুন বছরের প্রীতি ম্যাচ শুরুর আগে বিরাট ধাক্কা খেল পাচবারের বিশ্বচ্যাম্পিয়নরা।
হ্যামস্ট্রিংয়ের চোটে পড়ায় আগে থেকেই ছিটকে যান ব্রাজিলের গোলরক্ষক আলিসন বেকার। এবার দুঃসংবাদ দিলেন দলটির আরেক গোলরক্ষক এদেরসন। অ্যানফিল্ডে গত পরশু লিভারপুলের বিপক্ষে মাংসপেশির চোটে পড়েন ম্যানচেস্টার সিটির গোলরক্ষক এদেরসন। ইএসপিএনকে সূত্র জানিয়েছেন যে চোট থেকে সেরে উঠতে তিন থেকে চার সপ্তাহের মতো সময় লাগবে তাঁর। তাতে করে ব্রাজিলের এ বছরের শুরুর দুই ম্যাচে নিশ্চিতভাবেই মিস করছেন এদেরসন। যেখানে ২৩ ও ২৬ মার্চ ইংল্যান্ড ও স্পেনের বিপক্ষে দুটি প্রীতি ম্যাচ খেলবে ব্রাজিল। ইংল্যান্ডের বিপক্ষে ম্যাচটি হবে ওয়েম্বলি স্টেডিয়ামে ও সান্তিয়াগো বার্নাব্যুতে মুখোমুখি হবে স্পেন-ব্রাজিল। এদেরসনের পাশাপাশি আরও দুই তারকা ফুটবলারকে প্রীতি ম্যাচে পাচ্ছে না ব্রাজিল। ব্রাজিলের কোচ দরিভাল জুনিয়র জানিয়েছেন, গ্যাব্রিয়েল মার্তিনেল্লি, মারকুইনোস ছিটকে গেছেন চোটে পড়ে। ক্লাব ফুটবলে মার্তিনেল্লি খেলেন আর্সেনালের স্ট্রাইকার পজিশনে ও পিএসজির রক্ষণভাগে খেলেন মার্কিনিওস।