স্পেনের দ্বীপপুঞ্জের মধ্যে ইবিজা বেশ প্রিয় ফুটবলারদের কাছে। সময় পেলেই বান্ধবী-সন্তানদের নিয়ে ভূমধ্যসাগরের এই দ্বীপে ঘুরতে যান তারকারা। ব্রাজিলিয়ান ফুটবল কিংবদন্তি ‘ফেনোমেনন’ খ্যাত রোনালদো নাজারিও-ও ছুটি কাটাতে গেলেন ইবিজায়। সঙ্গে নিলেন দীর্ঘদিনের বান্ধবী সেলিনাকে।
সময়টাও দারুণ উপভোগ করেছেন তাঁরা। দুজনের বেশ কিছু ছবিও ভাইরাল এখন সামাজিক যোগাযোগ মাধ্যমে। যেখানে বিকিনি পরা বান্ধবীর সঙ্গে দেখা যাচ্ছে ‘ভুঁড়িয়াল’ ৪৫ বছর বয়সী রোনালদোকে। বুটজোড়া তুলে রাখার পর থেকে ভুঁড়িটা বেশ বেড়ে গেছে রিয়াল মাদ্রিদের সাবেক স্ট্রাইকারের।
২০১৭ সালে সেলিনার সঙ্গে ডেটিং শুরু করেন রোনালদো। ২০২১ সালে প্রথম সন্তান হয় তাঁদের, যা রোনালদোর পঞ্চম সন্তান।
খেলার খবর সম্পর্কিত পড়ুন: