হোম > খেলা > ফুটবল

চোটে পড়ে তবে পিএসজির উপকারই করলেন নেইমার! 

চোটটা যদি গত মৌসুমেও পেতেন নেইমার, তবে এতক্ষণে হয়তো হাহাকারে পড়ে যেত পিএসজি শিবিরে। ব্রাজিলিয়ান তারকা অবশ্য চোট প্রতি মৌসুমেই কম-বেশি পান, আর তাকে নিয়ে পিএসজির আক্ষেপও আছে অনেক কিন্তু নেইমারের এবারের চোট যেন শাপে-বর হয়ে এসেছে প্যারিসের ক্লাবটির জন্য। কারণ নেইমারের শূন্যস্থান পূরণে যে এবার দলে আছেন লিওনেল মেসি।

এই সপ্তাহে সাঁ-এতিঁয়েনের বিপক্ষে ম্যাচে গোড়ালির চোটে ছয় থেকে আট সপ্তাহের জন্য ছিটকে গেছেন নেইমার। ২০২১ সালে আর মাঠে ফেরা হচ্ছে না বিশ্বের দামি ফুটবলারের। দলের দামি ফুটবলারকে এই বছরে না পাওয়া নিয়ে প্রকাশ্যে দুঃখ প্রকাশ করেছেন পিএসজি কোচ মাউরিসিও পচেত্তিনো, আবার একই সঙ্গে তার কথাতেও যেন মনে হয়েছে নেইমার না থাকায় তিনি খুশি!

নিসের বিপক্ষে আজ ঘরের মাঠে ম্যাচ খেলবে পিএসজি। সেই ম্যাচের আগে গতকাল সংবাদ সম্মেলনে পচেত্তিনো বলেছেন, ‘আমার খারাপ লাগছে কারণ নেইমার এমন একজন ফুটবলার যে খেলতে ভালোবাসে। আমরা হয়তো নেইমারের মতো কাউকে পাব না কিন্তু যতটা সম্ভব চেষ্টা করব কৌশলগত দিক থেকে তার কাছাকাছি মানের ফুটবলার খুঁজে বের করার।’

ফ্রান্সের ফুটবল বিশ্লেষকেরা পচেত্তিনোর এই কথার মানে দাঁড় করিয়েছেন, নেইমারের বিকল্প হিসেবে মেসির দিকেই ইঙ্গিত করেছেন পিএসজি কোচ। বার্সা ছেড়ে প্যারিসে আসার পর খানিকটা ছন্দহীনতায় ভুগছেন সাতবারের ব্যালন ডি’অর জয়ী ফুটবলার। বন্ধু নেইমার না থাকায় মাঠে বেশ কিছু জায়গায় খেলার স্বাধীনতা পাবেন মেসি যা তার ছন্দ ফেরাতে কাজে আসবে। আবার পাশাপাশি  কিলিয়ান এমবাপ্পের  সঙ্গে সম্পর্কটা মজবুত হলে দিনে দিনে নেইমারের ওপর থেকে নির্ভরশীলতাও  কমিয়ে আনতে পারবে পারিসিয়ানরা। চোটে না পড়ে নেইমার যদি মাঠে থাকতেন, মেসি কী এতটা সুযোগ তবে পেতেন?

বিশ্বকাপে কোথায় হবে ফ্রান্স ও জার্মানির অনুশীলন ক্যাম্প

সালাহর সামনে আরেকটি সুযোগ, কেমন হলো আফকনের সেমিফাইনালের লাইনআপ

এই এল ক্লাসিকোই কি আলোনসোর ‘ফাইনাল’

মেসিকে নিয়ে আর্জেন্টিনা কোচের কণ্ঠে ‘পুরোনো সুর’

ফুরাল ২২ বছরের অপেক্ষা, মাটিতে পা রেখে শিরোপায় চোখ মরক্কোর

বেগম খালেদা জিয়ার মৃত্যুতে ফিফা সভাপতির শোক

বাবা হারানোর শোক ছাপিয়ে ফুটবলে আলো ছড়াচ্ছে ১৩ বছরের অনন্যা

বার্সার বিপক্ষে প্রতিশোধের ফাইনালে কি খেলছেন এমবাপ্পে

মোহামেডানের ‘আতা ভাই’ আর নেই

কোয়ার্টার ফাইনালে মিসরকে পেল আইভরি কোস্ট, চূড়ান্ত লাইনআপটা কী