হোম > খেলা > ফুটবল

আরেকটি ব্যালন ডি অর জিতে আপ্লুত মেসি 

সর্বোচ্চ ছয় ব্যালন ডি অর জিতে আগেই সবার ওপরে ছিলেন লিওনেল মেসি। রাতে সপ্তমবারের মতো পুরস্কারটি জিতে নিজেকে নতুন উচ্চতায় নিয়ে গেছেন মেসি। ব্যক্তিগত পুরস্কার নিয়ে কখনোই তেমন একটা কথা বলতে দেখা যায় না এই আর্জেন্টাইন তারকাকে। 

তবে এবার সপ্তম ব্যালন ডি অর জিতে উচ্ছ্বাস লুকাতে পারেননি মেসি। পুরস্কার জয়ের পর সামাজিক যোগাযোগমাধ্যমে এক পোস্টে নিজের আনন্দের কথা জানিয়েছেন তিনি। বলেছেন, ‘যদিও আমি সব সময় দলীয় সাফল্যকে প্রাধান্য দিয়ে থাকি। তবে এবার আরেকটি ব্যালন ডি অর জেতার আনন্দ লুকিয়ে রাখতে পারছি না। আপনাদের সবাইকে ধন্যবাদ জানাতে চাই।’ 

মেসির এবারের ব্যালন ডি অর জেতার পেছনে আর্জেন্টিনার দীর্ঘ শিরোপা খরা কাটানো বড় ভূমিকা রেখেছে। এ বছর আলবিসেলেস্তেদের হয়ে কোপা আমেরিকার শিরোপা জিতেছেন আর্জেন্টিনা অধিনায়ক। দলকে শিরোপা জেতাতে সামনে থেকে নেতৃত্ব দেন মেসি। এ জন্য সবাইকে ধন্যবাদ জানিয়েছে লিখেছেন, ‘আমি এটি (ব্যালন ডি অর) উৎসর্গ করছি আমার সকল সতীর্থ ও আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনকে। আর্জেন্টিনা, বার্সেলোনা ও পিএসজিতে দারুণ পুরস্কারটি উৎসর্গ করছি। দারুণ একটি বছর কাটিয়েছি আমরা।’ 

দারুণ এই মুহূর্তে পরিবারকেও ভুলে যাননি মেসি, ‘অবশ্যই আমার পরিবার ও বন্ধুবান্ধবকে উৎসর্গ করছি, পাশাপাশি যারা সব সময় আমাকে সমর্থন দিয়েছেন, আমার পাশে থেকেছেন এবং প্রতিনিয়ত পারফর্ম করতে সহায়তা করেছে। আপনাদের সবাইকে ছাড়া এটি কোনো দিন সম্ভব হতো না। অবশ্যই ফ্রান্স ফুটবলকে ধন্যবাদ এত সুন্দর আয়োজন ও পুরস্কারের জন্য। অনেক ভালোবাসা।’ 

বিশ্বকাপে কোথায় হবে ফ্রান্স ও জার্মানির অনুশীলন ক্যাম্প

সালাহর সামনে আরেকটি সুযোগ, কেমন হলো আফকনের সেমিফাইনালের লাইনআপ

এই এল ক্লাসিকোই কি আলোনসোর ‘ফাইনাল’

মেসিকে নিয়ে আর্জেন্টিনা কোচের কণ্ঠে ‘পুরোনো সুর’

ফুরাল ২২ বছরের অপেক্ষা, মাটিতে পা রেখে শিরোপায় চোখ মরক্কোর

বেগম খালেদা জিয়ার মৃত্যুতে ফিফা সভাপতির শোক

বাবা হারানোর শোক ছাপিয়ে ফুটবলে আলো ছড়াচ্ছে ১৩ বছরের অনন্যা

বার্সার বিপক্ষে প্রতিশোধের ফাইনালে কি খেলছেন এমবাপ্পে

মোহামেডানের ‘আতা ভাই’ আর নেই

কোয়ার্টার ফাইনালে মিসরকে পেল আইভরি কোস্ট, চূড়ান্ত লাইনআপটা কী