হোম > খেলা > ফুটবল

ভিএআর চান না নরওয়ের ফুটবল সমর্থকরা

ক্রীড়া ডেস্ক    

ভিএআর বাতিলের পক্ষে নরওয়ের ফুটবল সমর্থকরা। ছবি: সংগৃহীত

প্রথমবারের মতো বাতিলের খাতায় উঠল ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারি বা ভিএআর। ইউরোপিয়ান ফুটবলে ভিএআর নিয়ে প্রায়ই আলোচনা হয়। রেফারিদের ভুল নিরূপণে কাজ করে এই প্রযুক্তি। যদিও মাঝে মধ্যে এই ভিএআর নিয়ে বিতর্কও হয়। এবার ভিএআর বাদ দেওয়ার পক্ষে অনেকটা এগোল নরওয়ে।

সম্প্রতি দেশটির ফুটবলে এই প্রযুক্তির ব্যবহার নিয়ে তুমুল আলোচনা হয়। যার প্রেক্ষিতে তাদের ৩২ টির মধ্যে ১৯টি ক্লাবই এই প্রযুক্তির বিপক্ষে ভোট দেয়। এর আগে প্রায় ৪ মাস নরওয়েজিয়ান ফুটবল ফেডারেশন (এনএফএফ) স্বদেশি ক্লাব, ফুটবলার ও সমর্থকগোষ্ঠীর সঙ্গে বিবাদমান বিষয়টি নিয়ে যোগাযোগ করে। পরবর্তী ক্লাবগুলোর অংশগ্রহণে নেওয়া হয় ভিএআর রাখার পক্ষে-বিপক্ষে ভোট। তবে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে আর মাস দু-এক অপেক্ষা করতে হবে দেশটিকে।

ইএসপিএন জানিয়েছে, আগামী মার্চে ভিএআর নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে পারে নরওয়েজিয়ান ফুটবল ফেডারেশন। যদিও ফেডারেশনের গভর্নিং বডি চাইলে এখনো বাতিল করতে পারে সেই ভোট। নরওয়ের প্রথম বিভাগ ‘এলিটসারিন’ ২০২৩ সাল থেকে ভিএআর প্রযুক্তি ব্যবহার করে আসছে। কিন্তু দেশজুড়ে এর বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে আসছিল ফুটবলভক্তরা। এমনকি ম্যাচ চলাকালে টেনিস বল, কেক ছুড়ে মেরেও তারা ভিএআরের বিরুদ্ধে প্রতিবাদের কথা জানায় দর্শকেরা।

রিয়ালের সঙ্গে ব্যবধান বাড়িয়ে নতুন বছরের দিকে তাকিয়ে বার্সা কোচ

রোনালদোকে ছুঁয়ে সিউ উদ্‌যাপন করে কী বললেন এমবাপ্পে

ফুটবলে বিনিয়োগে আগ্রহী ইউরোপীয় ইউনিয়ন

পুলিশের ধাক্কায় থামল কিংস

অনুশীলনে ক্রিকেট খেললেন হামজা চৌধুরী

‘অবিশ্বাস্য’, পেনাল্টি ঠেকিয়ে হাত ভাঙা গোলরক্ষক প্রসঙ্গে পিএসজি কোচ

ভারত ম্যাচে দেরি করায় বাফুফেকে দেড় লাখ টাকা জরিমানা

কলম্বিয়ায় ফুটবল ম্যাচে সহিংসতায় আহত ৫৯

ইরানে ম্যাচ না খেলে দুই বছর নিষিদ্ধ ভারতের মোহনবাগান

৫ গোলের থ্রিলারে রহমতগঞ্জের জয়, অঘটনের শিকার আবাহনী