হোম > খেলা > ফুটবল

রেফারির সঙ্গে বাজে আচরণের শাস্তি পেল যে ইংলিশ ক্লাব 

গত পরশু ওল্ড ট্রাফোর্ডে ম্যানচেস্টার ইউনাইটেড-ফুলহাম ম্যাচে রেফারির সঙ্গে যেন তর্কযুদ্ধে নেমেছিল ফুলহাম ফুটবল দল। এফএ কাপের কোয়ার্টার ফাইনালে রেফারির সিদ্ধান্ত কিছুতেই মেনে নিতে পারছিল না ফুলহাম। রেফারির সঙ্গে বাজে আচরণের শাস্তি পেল ফুলহাম। 

ম্যাচের ৭২ মিনিটের ঘটনা। ফুলহামের লেফট উইঙ্গার উইলিয়ান হ্যান্ডবল করায় ম্যানইউকে পেনাল্টি দিয়েছিলেন ক্রিস কাভাং। রেফারির সিদ্ধান্তে ফুলহাম কোচ মার্কো সিলভা, ফরোয়ার্ড আলেক্সান্ডার মিত্রোভিচ তৎক্ষণাৎ অসন্তোষ প্রকাশ করেন। রেফারির সঙ্গে হাতাহাতির ঘটনাও ঘটেছে মিত্রোভিচের সঙ্গে। সিলভা, মিত্রোভিচ দুজনকেই লাল কার্ড দেখানো হয়েছে।

শুধু লাল কার্ডেই থেমে থাকেনি; সিলভা, মিত্রোভিচসহ পুরো ফুলহাম টিমকেই অভিযুক্ত করেছে ফুটবল অ্যাসোসিয়েশন (এফএ)। এফএ টুইট করেছে, ‘রোববার ১৯ মার্চ ম্যানচেস্টার ইউনাইটেডের বিপক্ষে এফএ কাপে ম্যাচের ৭২ মিনিটে যে ঘটনা ঘটেছে, তাতে ফুলহাম, মার্কো সিলভা ও আলেক্সান্ডার মিত্রোভিচকে অভিযুক্ত করা হয়েছে। ম্যাচ রেফারিকে উদ্দেশ্য করে কটূক্তি করা, অশোভন ইঙ্গিতের অভিযোগ উঠেছে মার্কো সিলভার বিরুদ্ধে। মাঠ থেকে চলে যাওয়ার পর চতুর্থ অফিশিয়ালের সঙ্গেও বাজে আচরণ করেছেন। সহকারী রেফারিকে লক্ষ্য করে বোতল ছুড়ে মারার অভিযোগও রয়েছে তাঁর বিরুদ্ধে। আলেক্সান্ডার মিত্রোভিচের আচরণও ছিল অশোভন। মাঠ থেকে চলে যাওয়ার পর রেফারিকে হুমকি দিয়েছেন। ফুলহাম তাদের খেলোয়াড়দের নিয়ন্ত্রণ করতে ব্যর্থ হয়েছে।’

সিলভা, মিত্রোভিচের সঙ্গে লাল কার্ড দেখেছিলেন উইলিয়ানও। ১৩ বছরেরও বেশি সময় পর এক ম্যাচে ফুলহামের দুই ফুটবলার লাল কার্ড দেখেছেন। সর্বশেষ ২০০৯-এর নভেম্বরে রোমার বিপক্ষে ইউরোপা লিগে জোড়া লাল কার্ড দেখেছিল ফুলহাম।

ভারত ম্যাচে দেরি করায় বাফুফেকে দেড় লাখ টাকা জরিমানা

কলম্বিয়ায় ফুটবল ম্যাচে সহিংসতায় আহত ৫৯

ইরানে ম্যাচ না খেলে দুই বছর নিষিদ্ধ ভারতের মোহনবাগান

৫ গোলের থ্রিলারে রহমতগঞ্জের জয়, অঘটনের শিকার আবাহনী

লুসাইলে ফিরল আর্জেন্টিনার স্মৃতি, মরক্কোকে রাষ্ট্রপ্রধানের অভিনন্দন

আর্জেন্টিনা-স্পেনের ‘ফিনালিসিমা’ কবে, কখন, কোথায়

১৪ জানুয়ারি ঢাকায় আসছে ফিফা বিশ্বকাপের ট্রফি

রোনালদোর রেকর্ড ভাঙার আরও কাছে এমবাপ্পে, বেঁচে গেল রিয়াল

২০২৬ বিশ্বকাপে চ্যাম্পিয়ন দল পাবে ৬১০ কোটি টাকা

ছয় মাস আগে গাড়ি চালিয়ে লিভারপুলের ভক্ত-সমর্থকদের আহত করার শাস্তি পেলেন তিনি